২০২২ সালের ১৪ই জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ৫ই ফেব্রুয়ারি পর্দা নামবে যুব বিশ্বকাপের ১৪তম আসরের। সেখানে খেলবে না নিউজিল্যান্ড। নেপথ্যে কোয়ারেন্টিন জটিলতা। কিউইরা নাম সরিয়ে নেয়ায় কপাল খুললো স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। বাছাইপর্বের বাধা টপকাতে না পারলেও সুযোগ মিললো বিশ্বকাপে।
করোনাভাইরাসের বিষয়ে শুরু থেকেই বেশ শক্ত অবস্থানে নিউজিল্যান্ড। বৈশ্বিক মহামারির প্রকোপ কমলেও দেশটিতে কমেনি করোনাজনিত বিধিনিষেধ। বিশেষ করে অন্য দেশ থেকে কেউ নিউজিল্যান্ড গেলে পালন করতে হয় কঠোর কোয়ারেন্টিন।আর একারণেই ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছে কিউইরা।
ইউরোপিয়ান অঞ্চলের কোয়ালিফায়ারে উত্তীর্ণ না হতে পারলেও কিউইদের অনুপস্থিতিতে ১৬তম দেশ হিসেবে নেয়া হয়েছে স্কটল্যান্ডকে। স্কটিশদের জায়গা হয়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। টাইগার যুবাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও আরব আমিরাত। ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান রানার্সআপ ভারত, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও উগান্ডা। এই বিশ্বকাপ দিয়ে পুরুষদের বিশ্ব আসরে অভিষেক হতে চলেছে উগান্ডার।
চার গ্রুপে ভাগ হয়ে লড়বে ১৬টি দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চারটি দেশ অ্যান্টিগা এন্ড বারবুদা, গায়ানা, সেইন্ট কিটস এন্ড নেভিস ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর ১০টি মাঠে হবে সব খেলা।
আসরের উদ্বোধনী লড়বে ডি গ্রুপের চার দল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অন্য ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। ১৬ই জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০শে জানুয়ারি কানাডার বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। আর ২২শে জানুয়ারি তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মোকাবিলা করবে টাইগার যুবারা।
৫ই ফেব্রুয়ারি ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে যুব বিশ্বকাপের ফাইনাল।