
Rana Sikder
CrickBangla Reporter
মাত্র ২ দিনেই আফগানদের উড়িয়ে ১০ উইকেটের বিশাল জয় জিম্বাবুয়ের
3 March 2021 , 09:30 PM
দুই দিনেই আফগানিস্তানকে হারালো জিম্বাবুয়ে। আরব আমিরাতের আবুধাবিতে প্রথম টেস্টে আফগানদের ১০ উইকেটে হারিয়েছে রোডেশিয়ানরা। আঙুলের চোটের কারণে এই টেস্টে ছিলেন না রশিদ খান। প্রথম ইনিংসে আফগানিস্তানের করা ১৩১ রানের জবাবে ২৫০ রান করে জিম্বাবুয়ে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ১৩৫ রান করলে জিম্বাবুয়ের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭ রান। ২০ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে খেলা প্রথম টেস্টে ১০ উইকেটের জয়ে অসাধারণ মাইলফলকে শেন উইলিয়ামসের দল। সব সংস্করণে দেশটির ক্রিকেট ইতিহাসে উইকেটের ব্যবধানে এটাই সবচেয়ে বড় জয়।
আগের দিনের ৫ উইকেটে ১৩৩ রান নিয়ে বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে শুরুটা দারুণ করে আফগানরা।
১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ২১ রানে হারায় ৫ উইকেট। ৮১ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে আফগানরা। তবে একপ্রান্ত আগলে দারুণ দৃঢ়তা দেখান ওপেনার ইব্রাহিম জাদরান। আমির হামজাকে নিয়ে অষ্টম উইকেটে ৪৮ রানের জুটি গড়েন ইব্রাহিম। আফগান ওপেনারকে ৭৫ রানে ফিরিয়ে থিতু হয়ে যাওয়া জুটি ভাঙেন ডোনাল্ড টিরিপানো। আফগানিস্তানের শেষ দুই ব্যাটসম্যানও শিকার টিরিপানোর। দ্বিতীয় ইনিংসে মাত্র তিন আফগান ব্যাটসম্যান ছুঁয়েছেন দুই অঙ্ক। পাঁচজন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ৩টি করে উইকেট নেন টিরিপানো ও ভিক্টর নাউচি।
১০ই মার্চ দু’দলের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আবুধাবিতেই। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।
TAG : AbuDhabi Test, Zimbabwe, Afghanistan
KEYWORDS : AbuDhabi Test, Zimba
This News Related By : Zimbabwe.