
Rana Sikder
CrickBangla Reporter
ইনজুরি সত্ত্বেও দলের সাথে অস্ট্রেলিয়া সফরে ঋদ্ধিমান সাহা
12 November 2020 , 03:00 PM
আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেও ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেন ঋদ্ধিমান সাহা। এবারে যেহেতু করোনাবিধির কারণে ১৪ দিনের কোয়ারেন্টিন রয়েছে, টেস্ট দলের সদস্যদেরও একই সঙ্গে পাঠানো হল বুধবার।
অস্ট্রেলিয়াগামী উড়ানে ছিলেন ঋদ্ধিও। স্টিভ স্মিথদের দেশে পৌঁছে চলবে তাঁর রিহ্যাব। প্রথমে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হবে। প্রথম টেস্ট অ্যাডিলেডে দিনরাতের। শুরু হবে ১৭ ডিসেম্বর। এক মাসেরও উপরে সময় হাতে রয়েছে। তাই ঋদ্ধিকে সুস্থ করে তোলার মরিয়া চেষ্টা চলবে।
দুই পায়েই চোট রয়েছে ঋদ্ধির। দারুণ ছন্দে থাকলেও এই চোটের জন্যই সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে প্লে-অফে খেলতে পারেননি এই উইকেটকিপার। হায়দ্রাবাদের অস্ট্রেলীয় অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলে গিয়েছিলেন, পেশি ছিঁড়েছে ঋদ্ধির। পেশি ছিঁড়লে যে সেরে উঠতে সময় লাগবে, সন্দেহ নেই। তবে ভারতীয় টেস্ট দল ভীষণ ভাবেই ঋদ্ধি-নির্ভর। লাল বলে উইকেটের পিছনে তাঁর নিরাপদ হাত পেতে চাইবে দল। তার উপরে এমনিতেই বিরাট কোহালি শুধু প্রথম টেস্ট খেলে ফিরে আসছেন বলে ভারতীয় দল এ বারে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
টেস্টের জন্য ১১ ডিসেম্বর থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচে নামানোর চেষ্টা হবে ঋদ্ধিকে।
ভারতীয় দল প্রথম তাঁবু ফেলছে সিডনিতে। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্বের মধ্যেও অনুশীলন করতে পারবেন কোহলিরা।
তবে মঙ্গলবার আইপিএল জেতা রোহিত শর্মা দলের সঙ্গে যাননি। তাঁরও হ্যামস্ট্রিংয়ে চোট। যে কারণে প্রথমে তাঁকে অস্ট্রেলিয়াগামী তিনটি দলের কোনওটাতেই রাখা হয়নি। তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে।
টেস্ট দলে যুক্ত করা হয়েছে রোহিতকে। তিনি পরে দলের সঙ্গে যোগ দেবেন। চোট পাওয়া পেসার ইশান্ত শর্মা এখন জাতীয় ক্রিকেট একাডেমিতে। সুস্থ হয়ে উঠতে পারলে তাঁকে টেস্ট দলে ডাকা হবে।
TAG : IndianCricket, AustraliavsIndia, wriddhiman saha, CrickBangla
KEYWORDS : IndianCricket, Austr
This News Related By : India.