
Rana Sikder
CrickBangla Reporter
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগেই সুস্থ হবেন ঋদ্ধি বিশ্বাস সৌরভের
16 November 2020 , 12:00 AM
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই ফিট হয়ে যাবেন ঋদ্ধিমান সাহা। এমনই দাবি করেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন ঋদ্ধিমান।
আইপিএল চলাকালীনই হ্যামস্ট্রিংয়ে ফের চোট লাগে ঋদ্ধির।
চোটের কারণে প্লে-অফের গুরুত্বপূর্ণ দু'টি ম্যাচে খেলতে পারেননি তিনি৷ তার আগে অবশ্য ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন বাঙালি এই উইকেটকিপার ব্যাটসম্যান।
চোট পাওয়া সত্ত্বেও কেন ঋদ্ধিকে অস্ট্রেলিয়াগামী দলে রাখা হয়েছে এবং ক্রিকেটাররা কেন এত ঘন ঘন চোট পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
সমালোচকদের জবাব দিয়ে সৌরভ বলেছেন, 'ভারতীয় বোর্ড কীভাবে কাজ করে তা সবাই জানে না৷ দলের ফিজিও, বিসিসিআই-এর সব ট্রেনার এবং ঋদ্ধি নিজেও জানে ওঁর দুটো হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে৷ টেস্ট সিরিজের আগেই ঋদ্ধি ফিট হয়ে যাবে বলেই ওকে দলে রাখা হয়েছে।'
ঋদ্ধি ছাড়াও রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে।
রোহিত সম্পর্কে সৌরভ বলেন, 'রোহিত এখন সত্তর শতাংশ ফিট৷ সেই কারণেই ওকে একদিন এবং টি টোয়েন্টি দলে রাখা হয়নি৷ টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে রোহিতকে।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ, তিনটি টি টোয়েন্টি খেলার পর চারটি টেস্ট খেলবে ভারত৷ ফলে ফিট হয়ে ওঠার জন্য এখনও বেশ কিছুটা সময় রয়েছে ঋদ্ধির হাতে।
ঋদ্ধিমান ছাড়াও দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন ঋষভ পন্থ।
TAG : IndianCricket, Wriddhiman Saha, Saurov Ganguly
KEYWORDS : IndianCricket, Wridd
This News Related By : India.