ব্যক্তিগত কারণে ৩ অস্ট্রেলিয়ানের আইপিএল থেকে নাম প্রত্যাহার

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
২৬-০৪-২০২১
Feature Image

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ আসরে ভালো অবস্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরটানা চার জয়ের পর রোববার মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারলো বিরাট কোহলির দলপ্রথম হারের স্বাদ পাওয়ার পর আরো একটি দুঃসংবাদ পেলো ব্যাঙ্গালোরব্যক্তিগত কারণ দেখিয়ে দল নাম প্রত্যাহার করে নেন ব্যাঙ্গালোরের দুই অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসনএর আগে রাজস্থান রয়্যালস ছাড়েন আরেক অজি তারকা অ্যান্ড্রু টাই

চলতি আসরে পাঁচ ম্যাচের মধ্যে একটিতে ব্যাঙ্গালোরের একাদশে ছিলেন রিচার্ডসনরাজস্থানের বিপক্ষে ম্যাচটিতে ৩ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খরচ করেন, উইকেট নেন একটিতবে অ্যাডাম জাম্পা কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি

আইপিএলের চলতি আসরে ক্রিকেটারদের দল ত্যাগ এটাই নতুন নয়রিচার্ডসন-জাম্পার আগে আরেক অজি তারকা অ্যান্ড্র টাই দল ত্যাগ করেন৩৪ বছর বয়সী এই অজি তারকা রাজস্থান রয়্যালসের হয়ে চলতি আসরে কোনো ম্যাচেই মাঠে নামেননিভারতের করোনা পরিস্থিতি তীব্র হচ্ছে দিনদিনএমন অবস্থায় আইপিএল শেষে অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কিত ছিলেন টাইএছাড়াও দিল্লি ক্যাপিটালসের রবিচন্দ্রন অশ্বিন করোনা আবহে নিজ পরিবারের সঙ্গে থাকতে দল ছেড়েছেন

এর আগে প্রথম আইপিএল ত্যাগ করেন লিয়াম লিভিংস্টোনজৈব সুরক্ষা বলয়ে থাকার ক্লান্তিতেই দেশে ফেরেন এই ইংলিশ তারকা