News

04:00 PM National

Williamson-rested-Kiwis-announced-squad-Africans-scattered-in-squad

Rana Sikder

CrickBangla Reporter

উইলিয়ামসনকে বিশ্রামে দিয়ে কিউইদের স্কোয়াড ঘোষণা, দলে আফ্রিকানদের ছড়াছড়ি

17 November 2020 , 04:00 PM

নিউজিল্যান্ড দলে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের ছড়াছড়ি। বিজে ওয়াটলিং, কলিন মুনরো, নিল ওয়াগনারদের জন্ম দক্ষিণ আফ্রিকায়। লম্বা সময় নিউজিল্যান্ড দলে খেলা অলরাউন্ডার গ্র্যান্ট ইলিয়টের জন্মও দক্ষিণ আফ্রিকায়। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে নিউজিল্যান্ডে পাড়ি জমান তারা। 

দেশান্তরী হওয়া আরেক ক্রিকেটার ডেভন কনওয়ের স্বপ্নও পূরণ হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নতুন মুখ আরো একজন- পেসার কাইল জেমিসন। টেস্ট সিরিজের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্টকে।

বিগ ব্যাশের দল পার্থ স্কর্চার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় দলে বিবেচনা করা হয়নি বিস্ফোরক ব্যাটসম্যান কলিন মুনরোকে। এই বছরের শুরুতে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট অভিষেক হওয়া জেমিসনের পাশাপাশি টিম সাউদি ও রস টেইলরকে রাখা হয়েছে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য। এরপর টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন তারা। শেষ টি-টোয়েন্টির জন্য দলে যোগ দেবেন স্কট কুগেলেইন, ডগ ব্রেসওয়েল ও মার্ক চ্যাপম্যান।

২০১৭ সালে নিউজিল্যান্ডে পাড়ি জমান ডেভন কনওয়ে। তিন বছর নিউজিল্যান্ডে বসবাসের সুবাদে গত আগস্টে পান নাগরিকত্ব। তার আগে থেকেই নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরেন। গত মৌসুমে রানবন্যা বইয়ে নির্বাচিত হন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সেরা ক্রিকেটার। ব্যাট হাতে দারুণ পারফরমেন্সে খুলল নিউজিল্যান্ড জাতীয় দলের দরজাও। গত মৌসুমে প্রথম শ্রেণীর আসর প্লাঙ্কেট শিল্ড, ওয়ানডে টুর্নামেন্ট ও টি-টোয়েন্টির আসর সুপার স্ম্যাশের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন।

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২৭শে নভেম্বর শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৩রা ডিসেম্বর।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: 
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), উইল ইয়ং।


নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: 
টিম সাউদি (অধিনায়ক), হামিশ বেনেট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), রস টেলর।

TAG : New Zealand tour of West Indies, CRICKBANGLA
KEYWORDS : New Zealand vs West

This News Related By : NewZealand.