News

11:30 PM National

White-cricketer-in-West-Indies-team-after-47-long-years!

Rana Sikder

CrickBangla Reporter

দীর্ঘ ৪৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে শ্বেতাঙ্গ ক্রিকেটার!

11 December 2020 , 11:30 PM

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের জশুয়া ডা সিলভার।

টেস্ট ক্যাপ পাওয়ার সঙ্গে সঙ্গে বিরল এক ঘটনার অংশ হয়ে রইলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

৪৭ বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে জন্ম নেওয়া প্রথম কোনো শেতাঙ্গ ক্রিকেটার সুযোগ পেলেন জাতীয় দলে।

এর আগে ২০১১ সালে শেতাঙ্গ ব্রেন্ডন ন্যাশ সবশেষ খেলেন উইন্ডিজ দলে। কিন্তু ন্যাশের জন্ম ও বড় হওয়া সবই ছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায়।

২০০৮ থেকে ক্যারিয়ার শুরু করে ২০১১ পর্যন্ত ২১টি টেস্ট ও ৯টি ওয়ানডে খেলেন ন্যাশ।

এর আগে ক্যারিবিয়ানে জন্ম নেওয়া কোনো শ্বেতাঙ্গ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলছেন ১৯৭৩ সালে!

সাবেক ব্যাটসম্যান জেফ গ্রিনিজ তার ৫ টেস্টের ক্যারিয়ারের শেষটি খেলেছিলেন সেবছর।

ত্রিনিদাদের জশুয়ার পরিবারের শেকড় পর্তুগালে। ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, অস্ট্রেলিয়ান ক্রিকেটার মইজোস হেনরিকসের শহর মাদেইরা তাদের আঁতুড় ঘর। জশুয়ার মায়ের জন্ম কানাডায়, বাবার জন্ম ত্রিনিদাদে।

TAG : West Indies, Joshua Da Silva
KEYWORDS : West Indies, Joshua

This News Related By : Windies.