
Rana Sikder
CrickBangla Reporter
ভালো পিচ কাকে বলে, উল্টো সমালোচকদের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিলেন অশ্বিন
28 February 2021 , 11:30 PM
সিরিজের তৃতীয় টেস্টে আহমেদাবাদে ভারতীয় স্পিনারদের বিপক্ষে নাকাল হয় ইংল্যান্ড। ম্যাচের ইংল্যান্ডের দুই ইনিংস ১৯ উইকেট ভাগাভাগি করেন ভারতীয় স্পিনাররা। দুই দিনও ক্রিজে টিকতে পারেননি সফরকারী ব্যাটসম্যানরা। মাত্র ১১২ ও ৮১ রানে গুঁড়িয়ে যায় ইংল্যান্ডের দুই ইনিংস। আর সদ্য অভিষিক্ত নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে সমালোচনায় মুখর ইংলিশ বোদ্ধা-বিশ্লেষকরা। তবে এবার বিপরীত প্রতিক্রিয়া দেখালেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অশ্বিনকে আহমেদাবাদ টেস্টের পিচ নিয়ে প্রশ্ন করেন এক ব্রিটিশ সাংবাদিক। উত্তর না দিয়ে কড়া গলায় প্রশ্ন ছুঁড়ে দেন অশ্বিন। তিনি বলেন, ‘আমার একটা পাল্টা প্রশ্ন রয়েছে।
আহমেদাবাদের পিচ নিয়ে কাউকে দোষারোপ করতে চান না ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ব্যাটিং কোচ জনাথন ট্রটসহ কেউই। অশ্বিন বলেন, ‘এই ধারণার বাইরে যেতে হবে। তৃতীয় টেস্টের পিচ নিয়ে ইংল্যান্ডের কোনো ক্রিকেটার অভিযোগ জানায়নি। একটা ভালো ক্রিকেট ম্যাচ আশা করা উচিত, পিচ নয়।’
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গোলাপি টেস্টে ভারতের কাছে মাত্র ২ দিনেই অসহায় আত্মসমর্পণ করে ইংল্যান্ড। এরপর থেকেই ইংল্যান্ড মিডিয়া ও ক্রিকেট মহলে সমালোচনার ঝড়। প্রশ্ন ওঠে স্টেডিয়ামের পিচের উপযোগিতা নিয়ে।
আহমেদাবাদ টেস্টে ৭ উইকেট নিয়ে অনন্য মাইলফলক ছুঁয়েছেন অশ্বিন। ৭৭ টেস্ট খেলে ভারতীয় অফস্পিনারের ঝুলিতে এখন ৪০১ উইকেট। টেস্টে শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের পর দ্রুততম ৪০০ শিকার অশ্বিনের।
TAG : Rabichandra Ashwin, Peach, Test Wicket
KEYWORDS : Rabichandra Ashwin,
This News Related By : India.