
Rana Sikder
CrickBangla Reporter
পাকিস্তানকে মাত্র ২১৭ রানে অলআউট করেও অস্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ
13 August 2021 , 12:00 PM
পাকিস্তানকে প্রথম দিনেই ২১৭ রানে অলআউট করে দিয়ে প্রথম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নেয়ার পথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটা হতে দেননি সফরকারীদের পেসার মোহাম্মদ আব্বাস। প্রথম দিনে মাত্র ৪ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছে পাকিস্তান। মোহাম্মদ আব্বাস করেছেন দুর্দান্ত বোলিং। ২ ওভার বল করে তুলে নিয়েছেন ২ উইকেট। দুটি ওভারই করেছেন মেডেন। ২ রানে ২ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছে উইন্ডিজ। দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন ক্রেইগ ব্রাথওয়েট (১ রান) ও রোস্টন চেজ।
জ্যামাইকার সাবিনা পার্কে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান যোগ করে সাজঘরে ফেরত যান ইমরান বাট।
২৬ বলে ১১ রান করে আউট হয়ে যান এই ওপেনার। আরেক ওপেনার আবিদ আলিও ফেরেন ২১ বলে ৯ রান করে। পাকিস্তান উইকেট হারায় নিয়মিত বিরতিতে। ইনিংসের একমাত্র ফিফটিটি আসে ফাওয়াদ আলমের ব্যাট থেকে। ৬ চারে ১১৭ বলে ৫৬ রান করে এই ব্যাটসম্যান ফেরেন জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে। পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ফাহিম আশরাফ। ৬৬ বলে ৪৪ রান করেন তিনি।
শেষ পর্যন্ত দিনের ৪ ওভারের খেলা বাকি থাকতে ২১৭ রানে অলআউট হয় পাকিস্তান। উইন্ডিজদের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন জাইডান সিলস ও জেসন হোল্ডার। এছাড়া কেমার রোচ দুইটি ও কাইল মেয়ার্স পেয়েছেন একটি করে উইকেট। পাকিস্তানকে জবাব দিতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিকদের। ৬ বলে ০ রান করে কিরন পাওয়েল ও ১ বলে ০ রান করে এনক্রুমাহ বোনার ফিরেছেন সাজঘরে।
TAG : West Indies, Pakistan, Cricket, Test
KEYWORDS : West Indies, Pakista
This News Related By : Windies.