News

08:00 PM player

Waqar-Misbah-has-destroyed-my-image-complains-Amir

Rana Sikder

CrickBangla Reporter

ওয়াকার-মিসবাহ আমার ইমেজকে ধ্বংস করে দিয়েছেন, অভিযোগ আমিরের

20 December 2020 , 08:00 PM

মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। বিদায় জানানোর সময় এর পেছনের কারণও স্পষ্ট করে দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার এলপিএল খেলার সময় একটি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে আমির বলেন, মানসিক নির্যাতনের শিকার আমি। এই টিম ম্যানেজমেন্ট যতদিন থাকবে, ততদিন আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবো না।’

আমির ওই সময়ই জানিয়েছিলেন, খুব দ্রুত দেশে ফিরবেন এবং এসে এর পেছনের কারণ বিস্তারিত জানাবেন। অবশেষে দেশে ফিরে মোহাম্মদ আমির রীতিমত বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন। সরাসরি অভিযোগের আঙ্গুল তুললেন কোচ মিসবাহ-উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনুসের দিকে।

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক বক্তব্যে মোহাম্মদ আমির অভিযোগে বলেন, মিসবাহ-উল হক এবং ওয়াকার ইউনুস এই দু’জন মিলে তার ইমেজ পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন।
আমির আরো বলেন, ‘এই দুইজন ব্যক্তি নিয়মিত চেষ্টা করে যাচ্ছেন, স্লো পয়জনের মত অন্যদের কাছে বদনাম করে আমার ইমেজ ধ্বংস করার। তারা বলে বেড়ান যে, আমি টেস্ট ক্রিকেট না খেলে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চাই শুধু টাকার জন্য।

তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছের আমার ইমেজকে ধ্বংস করার জন্য। যেখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন।’

নিজের অবসর নেয়া নিয়ে আমির বলেন, ‘এটা ছিল আমার জন্য খুবই কঠিন একটি সিদ্ধান্ত (অবসরের)। কিন্তু একটা সময় আসে, যখন কেউ না কেউ আর চুপ থাকতে পারে না। আমি এই সিদ্ধান্ত নিয়ে শুধু সবাইকে এটাই জানাতে চেয়েছি যে, অন্তরলে আসলে কী ঘটে?’

আমিরের অভিযোগ, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার পর নিজেকে তিনি সাদা বলের দুই ফরম্যাটের জন্য অ্যাভেইলেবল করেছিলেন। কিন্তু বর্তমান টিম ম্যানেজমেন্ট দায়িত্ব নেয়ার পর থেকেই ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাকে উপেক্ষা করতে থাকেন। তিনি বলেন, ‘অবশ্যই আমি খুব কষ্ট পেয়েছি যে, নিউজিল্যান্ড সফরে তারা আমাকে ৩৫ জনের দলেও রাখতে পারলো না। যদি আমি শুধুমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার দিকে মনযোগ দিতাম, তাহলে নিউজিল্যান্ড সফরের দলে না রাখার পর এতটা কষ্ট পেতাম না।’

TAG : Mohammad Amir, PakistanCricket, Misbah-Waqar
KEYWORDS : Mohammad Amir, Pakis

This News Related By : Pakistan.