বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সোমবার কন্যা সন্তানের জন্ম দেন আনুশকা শর্মা।
টুইটারে কোহলি নিজেই বাবা হওয়ার সুসংবাদটি দেন।
তিনি লিখেন, ‘আমি খুব আনন্দের সঙে জানাচ্ছি, আমরা আজ কন্যা সন্তানের বাবা-মা হওয়ার আশীর্বাদ পেয়েছি। আনুশকা এবং শিশুসন্তান দুজনই সুস্থ আছে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। ভালোবাসা, আশীর্বাদ এবং শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।’
গর্ভবতী স্ত্রীর পাশে থাকতে অ্যাডিলেডে টেস্টের পরই ভারতে ফিরে আসেন কোহলি। এ নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। তবে তাতে কান দেননি কোহলি।
এক মুহূর্তের জন্যও গর্ভবতী স্ত্রীর সঙ্গ ত্যাগ করেননি তিনি। গত কয়েকদিন বেশ কয়েকবার হাসপাতালে আসা যাওয়া করতে দেখা গেছে এই দম্পতিকে।
২০১৭ সালের ১১ ডিসেম্বর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বিবাহবন্ধনেন আবদ্ধ হন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি। এর গত বছরের আগস্টে গর্ভধারণের বিষয়টি প্রকাশ্যে আনেন বিরাট-আনুশকা।
TAG : Virat Kohli, IndianCricket
KEYWORDS : Virat Kohli, IndianC
This News Related By : India.