
Rana Sikder
CrickBangla Reporter
আসন্ন সিরিজে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাতে মরিয়া উদানা
21 May 2021 , 02:30 PM
বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসা এবারের শ্রীলঙ্কা দলটির কেবল তিনজনের বয়স ৩০-এর উপরে। তাদের মধ্যে ইসুরু উদানার বয়স সর্বোচ্চ ৩৩ বছর। বাংলাদেশের মাটিতে তার খেলার অভিজ্ঞতাও আছে। দলের তরুণদের জন্য তিনি পথ প্রদর্শক হিসেবে কাজ করবেন। সেই সঙ্গে নিজের অভিজ্ঞতাও কাজে লাগাবেন টাইগারদের বিপক্ষে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএলে) খেলেছেন। তাই বাংলাদেশের অনেক ক্রিকেটারকেই বেশ ভালো করে চেনেন। জানেন তাদের শক্তি সামর্থ্যও। ঢাকায় পা রেখে টানা তিনদিন কোয়ারেন্টিনে ছিল শ্রীলঙ্কা দল। গেল দুই দিন মাঠে তারা ঘাম ঝরান। গতকাল অনুশীলনে থাকা লঙ্কান দলের এই অভিজ্ঞ ক্রিকেটার জানিয়ে দিলেন তিনি নিজের বিপিএলে খেলার অভিজ্ঞতা কাজে লাগাবেন।
তিনি বলেন, ‘এখানে ৪-৫ মৌসুম বিপিএল খেলেছি। সেদিক থেকে আমার অভিজ্ঞতা আছে এখানে খেলার। কিন্তু নির্দিষ্ট দিনে কোনো ম্যাচ জিততে হলে সেরাটা দিতে হয়। আমরা এখন সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’
বাংলাদেশের তুলনায় এবারের শ্রীলঙ্কা দল বেশ তরুণ। এই সফরে লঙ্কান দলে নতুন মুখের ছড়াছড়ি। নেতৃত্বেও আছে বড় চমক, মাঝে যে দলেই ছিলেন না সেই কুসাল পেরেরা ফিরেছেন অধিনায়ক হয়ে। তার ডেপুটি হিসেবে আছেন কুসাল মেন্ডিস। দুই জনই দেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর মার্চে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে, অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালসহ নিয়মিত খেলোয়াড়দের অনেকেই নেই দলে। কিন্তু এই তরুণ দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী উদানা। কারণ তিনি জানেন তাদের হারানোর কিছুই নেই।
তিনি বলেন, ‘সত্যি বলতে কী বাংলাদেশ দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আছেন। বিপরীতে আমরা তরুণ দল নিয়ে এসেছি। আমাদের হারানোর কিছু নেই। আমরা এখানে ওদের (বাংলাদেশ) হারাতে এসেছি। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। কারণ, বাংলাদেশ নিজেদের মাঠে খুবই বিপজ্জনক।’
বাংলাদেশের কন্ডিশন ও উইকেট নিয়েও তেমন চিন্তিত নন উদানা। তিনি বলেন, ‘খুব একটা সমস্যা হবে না। কারণ, শ্রীলঙ্কায় এখানকার থেকেও বেশি গরম পড়ছে ইদানীং। এ ছাড়াও প্রথমে আমাকে উইকেট দেখতে হবে। যখন দেখবো উইকেট কিছুটা স্লো, এখানে স্লোয়ার ব্যবহার করে সফল হওয়া যাবে তখন আমি ডেলিভারি করতে পারবো। চার বছর ধরেই স্লোয়ার করে আসছি। যখন আত্মবিশ্বাস থাকে যে, এটা দিলে সাফল্য পাবো তখন ব্যবহার করি।’
TAG : Isuru Udana, Srilanka, BPL, Bangladesh
KEYWORDS : Udana, SL, BD, BPL
This News Related By : Srilanka.