
Rana Sikder
CrickBangla Reporter
করোনার কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল এইবারের এশিয়া কাপ
23 May 2021 , 10:00 PM
করোনা মহামারীর জেরে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এইবারের এশিয়া কাপ। রবিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ২০২৩ সালে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।
এসিসি এ দিন সরকারী বিবৃতি দিয়ে জানায়, ‘ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুসারে সব দেশের আগামী দুই বছর ব্যস্ত ক্রীড়া সূচি রয়েছে। ২০২২ সালেও এশিয়া কাপ আয়োজিত হবে। তবে করোনার জেরে বাতিল হওয়া এ বারের প্রতিযোগিতা ২০২৩ সালে আয়োজন করা হবে।
২০২২ সালের এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান। আর পূর্ব নির্ধারিত সূচি অনুসারে ২০২৩ সালের এশিয়া কাপ শ্রীলঙ্কা আয়োজন করবে’।
তবে করোনার জন্য এশিয়া কাপ বাতিল হলেও শোনা যাচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ আয়োজিত হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যেতে পারে ভারতের দ্বিতীয় সারির দল। ভারতের মতোই শ্রীলঙ্কাতেও কোভিডের অবস্থা ভাল নয়। শ্রীলঙ্কা দল এই মুহূর্তে বাংলাদেশে থাকলেও আগামী ১০ দিন সব আন্তর্জাতিক উড়ান বন্ধ রেখেছে শ্রীলঙ্কা সরকার।
সর্বশেষ ২০১৬ ও ২০১৮ সালে বাংলাদেশকে ফাইনালে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল ভারত। এর মধ্যে শেষ বার রোহিত শর্মার অধিনায়কত্বে এই ট্রফি জিতেছিল ভারত। এশিয়া কাপের ইতিহাসে এখন পর্যন্ত ১০ বার ফাইনাল খেলে সর্বোচ্চ ৭বার জয়ী হয়েছে ভারত। আর সর্বাধিক ১১ বার ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা।
TAG : Asia Cup, Srilanka, ACC
KEYWORDS : Asia Cup, Srilanka,
This News Related By : Srilanka.