News

04:00 PM National

This-time-Gavaskar-is-vocal-about-discriminatory-behavior-in-the-Indian-team

Rana Sikder

CrickBangla Reporter

ভারতীয় দলে বৈষম্যমূলক আচরণ নিয়ে সোচ্চার এবার গাভাস্কার

24 December 2020 , 04:00 PM

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝপথে দল ছেড়েছেন বিরাট কোহলি। ভারতীয় পেসার থাঙ্গারাসু নটরাজন বাবা হয়েছেন গত নভেম্বরের শুরুতে। আইপিএল শেষ করেই নটরাজন খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এই পেসার টেস্ট স্কোয়াডে না থাকলেও নেট বোলার হিসেবে তাকে রেখে দিয়েছে ভারতীয় দল। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার প্রশ্ন তুলেছেন দলের দ্বৈত নীতির কারণে। সিনিয়র ক্রিকেটার রবিচন্দন অশ্বিনের সঙ্গেও নাকি বৈষম্যমূলক আচরণ করা হয় সেটা নিয়েও সোচ্চার হয়েছেন গাভাস্কার।

ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের ক্লাবে পা রাখা এ ব্যাটসম্যান স্পোর্টস্টারে লিখেছেন, ‘অশ্বিনের সামর্থ্য নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু কোন ম্যাচে কম উইকেট পেলেই তাকে বসিয়ে রাখা হয়। প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের ক্ষেত্রে এটার ব্যতিক্রম কিছুর দেখা মেলে।

অশ্বিন সব সময় স্পষ্টভাষী। সে টিম মিটিংয়ে সবকিছু খোলাখুলি বলে। অন্যরা একমত না হলেও সম্মতি দিতে বাধ্য হয়।’

ভারতকে টি-টোয়েন্টি সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন নটরাজন। নেন সিরিজের সর্বোচ্চ ৬ উইকেট। নটরাজনের জন্য বিপরীত নীতির আশ্রয় নেয়া ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দেন গাভাস্কার।

কলামে তিনি লিখেছেন, ‘নটরাজন এ ব্যাপারে অভিযোগ তুলতেই পারে। সে দলে জুনিয়র ক্রিকেটার হওয়ায় সে কিছুই বলবে না। সে ম্যাচ জেতানো বোলার। সেটা অন্য ফরম্যাটে। নটরাজন টেস্ট স্কোয়াডে নেই। অথচ তাকে নেট বোলার হিসেবে রেখে দেয়া হয়েছে। ভারতের টেস্ট সিরিজ শেষ হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহে। সে তখন মেয়েকে দেখতে পারবে। অন্যদিকে দলের অধিনায়ক প্রথম টেস্ট শেষেই দেশে ফিরছে প্রথম সন্তানের জন্য। এটাই ভারতীয় ক্রিকেট। এখানে আলাদা লোকের জন্য আলাদা নিয়ম।’

TAG : Sunil Gavaskar, IndianCricket
KEYWORDS : Sunil Gavaskar, Indi

This News Related By : India.