News

06:00 PM Others

This-time-former-captain-Kapil-Dev-opened-his-mouth-to-the-Kohli-debate

Rana Sikder

CrickBangla Reporter

কোহলি বিতর্কে মুখ খুললেন এইবার প্রাক্তন অধিনায়ক কপিল দেব

22 November 2020 , 06:00 PM

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে আসছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

 যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেক প্রাক্তন ক্রিকেটার কোহলির এই সিদ্ধান্তের পাশে দাঁড়ালেও কেউ কেউ বিরোধিতাও করেছেন। 

এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেব।

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, “মনে হয় না কোনও সফরে গিয়ে আমরা মাঝপথে ফিরে আসার বিলাসিতা দেখাতে পারতাম। আর এই বিষয়ে আমি নিশ্চিত। সুনীল গাভাস্কার তো মাসের পর মাস ছেলের মুখই দেখতে পায়নি। তখন ব্যাপার অন্য রকম ছিল। তবে, পরিস্থিতি বদলায়। 

কোহলির প্রসঙ্গে বলতে পারি, বাবার মৃত্যুর পরের দিনই ও মাঠে নেমে পড়েছিল। আর এখন ও বাবা হওয়ার জন্য ছুটি নিচ্ছে। এখন এ রকমটা হয়ত করা যায়।”

তিনি আরও বলেছেন, “বিমানে চেপে তো তিন দিনের মধ্যে যাওয়া-আসা করা যায়। আমি খুশি যে আজকের ক্রীড়াবিদরা এটা করার অবস্থায় পৌঁছেছে। আমি বিরাটের জন্য খুশি। পরিবারকে দেখার জন্য ও ফিরে আসছে। আর সন্তানের জন্মের থেকে বড় প্যাশন হয় না।”

এর আগে কোহলির ফিরে আসার ঘটনা নিয়ে সুনীল গাভাস্কার, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংরা মতামত দিয়েছিলেন। 

তাঁদের মতে, ৪ টেস্টের সিরিজের শেষ তিনটিতে কোহলির অনুপস্থিতি দলে ব্যাপক প্রভাব পড়বে। 

TAG : Kapil Dev, Virat Kohli, IndianCricket
KEYWORDS : Kapil Dev, Virat Koh

This News Related By : India.