টেস্টে উইন্ডিজকে সহজভাবে নেয়ার কোন সুযোগ নেই, বলছেন নান্নু

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
০১-০২-২০২১
Feature Image

টানা তিন জয়ে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যে সাদা পোশাকে ঘুরে দাঁড়াতে পারে তা মাথায় রয়েছে সবারই। সিরিজের প্রথম টেস্ট সামনে রেখে তিন দিনের প্রসু্ততি ম্যাচেও ক্যারিবীয়রা ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে নিজেদের। দুই ইনিংসে যথাক্রমে ২৫৭ ও ২৯১ রান করে ক্যারিবীয়রা। জবাবে ইনিংসে ১৬০ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৩ রান করে বিসিবি একাদশ। ৩৮৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ১৪ রানে দুই উইকেট খোয়ায় বিসিবি একাদশ। তার মানে ব্যাটে-বলে সফরকারীদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। বিশেষ করে ক্যারিবীয় পেসারদের নিয়ে আলাদা ভয় থাকছে তা সবারই অনুমেয়।


শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, আলজারি জোসেফরা যে কোনো মুহূর্তে দলের ভাগ্য গড়ে দিতে পারার ক্ষমতা রাখেন। এটা মানেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। লাল বলের ক্রিকেটে উইন্ডিজকে এগিয়ে রাখছেন এই নির্বাচক। প্রতিপক্ষকে নিয়ে পরিকল্পনা থাকবে কিন্তু বেশি ভাবতে গেলে বিপদ। তাই মাঠে নিজেদের ক্রিকেটটা নিয়েই ভাবতে হবে বলে মনে করেন প্রধান নির্বাচক নান্নু।

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটটা কিন্তু ভেরি ডিফারেন্ট। এটা আপনি আগাম কিছু বলতে পারবেন না। ওয়েস্ট ইন্ডিজ অভিজ্ঞতার দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে। ওরা যে দল নিয়ে এসেছে, ওদের পেসাররা কিন্তু ওয়েল এক্সপেরিয়েন্সড। সুতরাং আমাদেরকে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ টিম কাকে এনেছে, কী দল নিয়ে এসেছে, ওদের অ্যাটাক কিরকম এটা চিন্তার বিষয় না। আমাদের চিন্তা হলো আমরা আমাদের সেরাটা খেলবো, ওয়ানডে সিরিজে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা বেরিয়ে এসেছি। আশা করি টেস্টেও আমরা ভালো করবো।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ টেস্ট দলে সাকিব আল হাসানসহ চার স্পিনার ও পাঁচ পেসারকে রাখা হয়েছে। এত বোলারকে দলে রাখার কারণ সামনের সিরিজের জন্য প্রস্তুত করা। তবে এর বিড়ম্বানাও আছে। যেমন যদি স্পিন আক্রমণ নিয়ে একাদশ সাজানো হয় সেখানে তাইজুল ইসলামের সুযোগ পাওয়া কঠিন হতে পারে। বাঁহাতি স্পিনার সাকিব থাকায় অফস্পিনার মেহেদী হাসান মিরাজ কিংবা নাঈম হাসানকে খেলানো হতে পারে।

তাইজুল ইসলামের একাদশে থাকা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ এই মুহূর্তে ১১ জনের টিম নিয়ে, কে খেলবে না খেলবে বলা যাবে না। কারণ, ম্যাচের ২৪ ঘণ্টা আগে প্র্যাকটিস শেষে একাদশ সিলেক্ট করা হবে। ৭২ ঘণ্টা আগে বলা মুশকিল কে খেলবে না খেলবে। যে ১৮ জনকে স্কোয়াডে নেয়া হয়েছে তাদের সবারই সামর্থ্য আছে। সুতরাং সবাইকে রেডি করা হচ্ছে, যখন যাকে টিম ম্যানেজমেন্ট প্রয়োজন মনে করবে তখন তাকে খেলাবে।’