অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর মেলবোর্নে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। চার ম্যাচের সিরিজ এখন ১-১ অবস্থায়। এবার লড়াই সিডনিতে। করোনা সংক্রমণের জেরে প্রাথমিকভাবে সিডনিতে টেস্ট আয়োজনের ব্যাপারে আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছিল। পরে অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দেয় যে, তারা সিডনিতেই ম্যাচ আয়োজন করছে। এই পরিস্থিতিতে তৃতীয় টেস্টে ভারতীয় দলে দেখা দিতে পারে অন্তত দু-তিনটি পরিবর্তন। এমনটাই খবর ম্যানেজমেন্ট সূত্রে। এদিকে, ইতিমধ্যে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মাও। তাই দলে একাধিক বদল যে আসবে, তা মেনে নিয়েছেন ক্রীড়া বিশেষজ্ঞরাও।
সিডনি টেস্ট রাহানেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ম্যাচ জিতলেই ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে যাওয়া যাবে। সেই পরিস্থিতিতে আর সিরিজ হারবে না ভারত। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে অন্তত তিনটি পরিবর্তন হতে চলেছে। প্রথমত, দুই টেস্টে ব্যর্থ মায়াঙ্কের বদলে দলে আসবেন রোহিত শর্মা। এরপর হনুমা বিহারীর জায়গায় সুযোগ পেতে পারেন কে এল রাহুলও। চোট পাওয়া উমেশ যাদবের বদলে নবদীপ সাইনি নন, খেলতে পারেন টি নটরাজন।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নটরাজন বাঁ-হাতে বোলিং করায় দলের পেস অ্যাটাকে বৈচিত্র আসবে। আবার অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিওঁর হয়ে স্টার্ক যে কাজটি করেন, সেটাই অশ্বিনদের জন্য করতে পারবেন নটরাজন। অর্থাৎ বাঁ-হাতি বোলার হওয়ায় রানআপে পিচে যে ”রাফ প্যাচ” তৈরি হবে, তার সুবিধা পাবে ভারতীয় স্পিনাররা।
এদিকে, ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সতীর্থ থেকে কোচ রবি শাস্ত্রী। বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইটও করা হয় সেই মুহূর্তের ভিডিও। তাতে আবার শাস্ত্রীকে বলতে শোনা যায়, ”রোহিত, তোমাকে দেখে মনে হচ্ছে আগের থেকে বয়স অনেকটাই কমে গিয়েছে।”