গত মাসে করোনা আতঙ্কে বিকেএসপিতে বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প।
প্রায় এক মাসের বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে যুব দলের ক্যাম্প।
এই দফায় দুই সপ্তাহের ক্যাম্পে যোগ দিবেন যুবারা। সিলেটে আগামী ২২ নভেম্বর শুরু হবে ক্যাম্প।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ক্যাম্প চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।
প্রাথমিক দলের এই ক্যাম্পে ডাক পেয়েছেন ৩১ ক্রিকেটার।
দুই সপ্তাহের ক্যাম্পে ওয়ানডে ফরম্যাটে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুব দল।
২৫, ২৭, ৩০ নভেম্বর, ২ ও ৪ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আগামী ২১ নভেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা দিবেন ক্রিকেটাররা।
পরদিন সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে পুরো দল। ক্যাম্প চলাকালীন স্থানীয় ফরচুন গার্ডেনে হোটেলেই থাকবে বাংলাদেশ যুব দল।
TAG : BangladeshCricket, U-19 cricket team, CrickBangla
KEYWORDS : BangladeshCricket, U
This News Related By : Bangladesh.