News

09:00 PM National

The-two-teams-will-start-practicing-tomorrow

Rana Sikder

CrickBangla Reporter

সবকিছু ঠিকঠাক থাকলে কাল অনুশীলনে নামবে দুই দল

31 July 2021 , 09:00 PM

এক বায়ো বাবল থেকে আরেক বায়ো বাবলে রয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাজিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলঅস্ট্রেলিয়া ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলেআজ শনিবার দুদলেরই শেষ হচ্ছে তিনদিনের রুম কোয়ারেন্টিনআগামীকাল রোববার অনুশীলনে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাতার আগে করা হয়েছে কোভিড-১৯ পরীক্ষাতাতে দুদলের সবারই ফলাফল নেগেটিভ আসলে অনুশীলনের সুযোগ পাবেন তারা 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও ইনডোরে সকালের সেশনে বাংলাদেশ এবং বিকালের সেশনে অনুশীলন করবে দুদলপাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ৩রা আগস্ট

সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪, ৬, ৭ ও ৯ই আগস্ট। এক সপ্তাহের ব্যবধানে পাঁচটি ম্যাচ মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই হবে সন্ধ্যা ৬টায়। ভরা বর্ষায় খেলা হলেও রাখা হয়নি রিজার্ভ ডে। সফরকারী অস্ট্রেলিয়া সংক্ষিপ্ত সফরে আগ্রহী হওয়ায় রিজার্ভ ডে রাখা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

TAG : Bangladesh, Australia, T20 Series, Corona
KEYWORDS : BD, AUS, T20, corona

This News Related By : Bangladesh.