বৃটিশ পাসপোর্টধারী হওয়ায় দুই কোচিং-স্টাফ অনুশীলনে যোগ দিতে পারেন নি

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
১০-০১-২০২১
Feature Image

করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ দল। আজ রোববার শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ওয়ানডের প্রাথমিক দলে ডাক পাওয়া ২৪ ক্রিকেটারের সবাই উপস্থিত ছিলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে। তবে অনুপস্থিত ছিলেন ব্যাটিং পরামর্শক জন লুইস ও বোলিং কোচ ওটিস গিবসন। বৃটিশ পাসপোর্টধারী হওয়ায় মাঠে আসতে পারেননি কোচিং স্টাফের দুই সদস্য।

ওটিস গিবসন ক্যারিবিয়ান হলেও তিনি বৃটিশ পাসপোর্টধারী। জন লুইসও ইংলিশ। সরকারের নিয়ম অনুযায়ী বৃটেন থেকে আসা নাগরিকদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নিয়ম রয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা সরকারের কাছে আবেদন করেছি কোয়ারেন্টিনের নিয়ম শিথিল করার জন্য।

আশা করছি দু’তিন দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। সেটা হয়ে গেলে গিবসন ও লুইসের মাঠে আসায় কোন বাঁধা থাকবে না।’

হোটেল সোনারগাঁওয়ে ‘জৈব-সুরক্ষা বলয়ে’ থাকবে বাংলাদেশ দল। গতকালই ২৪ ক্রিকেটারের অনেকেই উঠেছেন টিম হোটেলে। আজ অনুশীলন শেষে বাকি ক্রিকেটারদের জৈব-সুরক্ষা বলয়ে ঢুকে পড়ার কথা।