প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
বিশ্ব ক্রিকেটে একাধিক কিংবা তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক সংস্কৃতি চালু রয়েছে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এই তত্ত্বে বেশ সফল।
কপিল দেব মনে করেন ভারতীয় ক্রিকেট সংস্কৃতিতে দুই অধিনায়ক তত্ত্ব অচল।
ভারতীয় দলে নেতৃত্ব নিয়ে আলোচনা বেশ তুঙ্গে। উঠেছে সাদা ও লাল বলে আলাদা অধিনায়ক নির্বাচনের দাবিও।
লাল বলে বিরাট কোহলি ও সাদা বলে রোহিত শর্মাকে নেতৃত্বে চান সাবেক ভারতীয় ক্রিকেটারের অনেকেই।
সেটা না হলেও টি-টোয়েন্টিতে রোহিতকে অধিনায়ক দেখতে চান তারা। তবে সে দলে নেই কপিল দেব।
ভারতের সফলতম পেসার বলেন, ‘ভারতীয় ক্রিকেটে এটা কাজে দেবে না। একটি কোম্পানীতে কখনো দুজন প্রধান নির্বাহী দেখেছেন?
আমাদের দলে ৭০ বা ৮০ শতাংশ ক্রিকেটার খেলেন তিন ফরম্যাটেই। আলাদা অধিনায়কের তত্ত্ব ক্রিকেটাররা পছন্দ করবে না।’
টি-টোয়েন্টিতে রোহিত শর্মাকে নেতৃত্ব দেয়ার দাবিটা জোরালো হয়েছে তার আইপিএল সাফল্যের কারণে।
রোহিতের অধীনে রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিদাহাস ট্রফি ও এশিয়া কাপ ভারত জিতেছে রোহিতের অধীনে।
কোহলির নেতৃতে এখনো শিরোপাশূন্য ভারত ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
By Crick Bangla