ওমানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় জয় টাইগারদের

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
০৯-১০-২০২১
Feature Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশশুক্রবার ওমান দলকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশওমান ক্রিকেট একাডেমী মাঠে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৪ রান করে বাংলাদেশজবাবে ৯ উইকেটে ১৪৭ রানে থামে ওমান দল

বাংলাদেশ একাদশ নামে খেলা বাংলাদেশ দলের নেতৃত্ব দেন লিটন দাসপিঠের ব্যথার জন্য বিশ্রামে ছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদআইপিএল ব্যস্ততায় দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান

উদ্বোধনী জুটিতেই নাঈম শেখ ও লিটন দাস এনে দেন ১০২ রান৩৩ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন ৬টি চার ও ১টি ছক্কা হাঁকানো লিটনসৌম্য সরকার (৮ বলে ৮), মুশফিকুর রহীম (১ বলে ০) ও আফিফ হোসেন (২ বলে ৬) নিজেদের মেলে ধরতে ব্যর্থ ২ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৫৩ বলে ৬৩ রান করে স্বেচ্ছা অবসরে যান নাঈমছয় নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং করেন নুরুল হাসান সোহান৭ ছক্কায় ১৫ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন এই কিপার-ব্যাটার১০ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন শামীম হোসেন

ওমান দলের বেশিরভাগ ক্রিকেটারই অপেশাদারদেড়শর কাছাকাছি রান করা তাদের জন্য তাই বিশাল কিছুসর্বোচ্চ ৪৩ রান করেন শোয়াইব খানতার বিদায়ের পর কেউ বড় ইনিংস খেলতে পারেননিশেষদিকে রাফিউল্লাহর ১৪ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস কমিয়েছে পরাজয়ের ব্যবধান

৩০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ একাদশের সেরা বোলার শরিফুল ইসলামমোহাম্মদ সাইফুদ্দিনের শিকার ২ উইকেটএছাড়া একটি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ, শেখ মেহেদি ও আফিফ হোসেনবল হাতে খরুচে ছিলেন সৌম্য সরকার৩ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার