
Rana Sikder
CrickBangla Reporter
আসন্ন ওয়ানডে সিরিজে 'বিশেষ জার্সি' গায়ে চড়িয়ে মাঠে নামবে টাইগাররা
17 January 2021 , 09:00 PM
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নিজেদের বর্ণিল ভাবে সাজাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ’।
চলতি বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বাংলাদেশ। সবমিলিয়ে উৎসবের সুযোগটা হাতছাড়া করছে না বিসিবিও।
তাই আসন্ন সিরিজে ‘বিশেষ জার্সি’ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে টাইগারদের জার্সিতে শোভা পাবে মুক্তিযোদ্ধাদের উল্লাস ও স্মৃতিসৌধ। দেশের পতাকার আবহে জার্সিতে থাকবে লাল-সুবজ রঙ।
রবিবার এসব তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
বাংলাদেশ দলের বিশেষ জার্সি সম্পর্কে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘পুরো দেশবাসীর মত আমাদের ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা এটাতে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ্য যেহেতু আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি।’
জার্সির নকশা নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে আকরাম খান বলেছেন, ‘জার্সিটা কিন্তু আমরা আমাদের জাতীয় পতাকার মত করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। এখানে অন্য কোন রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতার উদযাপন করেছে সেটা এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে ওটাও আমরা ওখানে তুলে ধরেছি।’ আগামী ২০ জানুয়ারি বিশেষ এই জার্সি গায়ে জড়িয়েই মাঠে নামবেন তামিম-সাকিবরা।
TAG : Bangabandhu ODI Series, Special Jersey, Bangladesh
KEYWORDS : Special Jersey, Bang
This News Related By : Bangladesh.