News

12:15 PM National

The-Tigers-will-go-on-a-Test-mission-against-the-Lankans-in-Pallekele-tomorrow

Rana Sikder

CrickBangla Reporter

আগামীকাল পাল্লেকেলেতে লঙ্কানদের বিরুদ্ধে টেস্ট মিশনে নামছে টাইগাররা

20 April 2021 , 12:15 PM

২০১৩, ক্যান্ডিতে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ দলএর মধ্যে শ্রীলঙ্কা সফরে যাওয়া হলেও এই ভেন্যুতে খেলা হয়নি কোনো ম্যাচ৮ বছর পর লঙ্কার এই পাহাড়ি শহরে পৌঁছেছে টাইগাররাআগামীকাল প্রথমবারের মতো পাল্লেকেলে স্টেডিয়ামে টেস্ট মিশনে নামবে মুমিনুল হক সৌরভের দলএখানে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজগত ১২ই এপ্রিল শ্রীলঙ্কায় পৌঁছায় টাইগাররারাজধানী কলোম্বোর পার্শ্ববর্তী শহর নিগোম্বোতে তিন দিন কঠোর রুম কোয়ারেন্টিনে কাটাতে হয় তাদেরএরপর দুই দিন অনুশীলন ও একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে গতকাল টেস্ট ভেন্যুতে পৌঁছায় মুমিনুলরা

প্রশ্ন হলো কতটা প্রস্তুত তারা! করোনা মহামারিতে গেল বছর প্রায় ১১ মাস কোনো টেস্ট খেলতে পারেনি টাইগাররাযার ফল এই বছর জানুয়ারিতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশশ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগেও দলের সবার সাদা পোশাকে প্রস্তুতি শতভাগ হয়নিকারণ, বেশির ভাগ সদস্যই নিউজিল্যান্ডে সফরে ছিলেন ওয়ানডেও ও টি-টোয়েন্টি সিরিজ খেলতেতাই স্বল্প প্রস্ততিতে এই টেস্ট সিরিজে মাঠে মানতে হচ্ছে!

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন প্রস্তুতির ঘাটতি আছে  মেনে নিচ্ছেনতবে ক্রিকেটাররা প্রস্তুত আছে বলেই মনে করেন তিনি তিনি বলেন, ‘আমি মনে করি না প্রস্তুতির খুব বেশি ঘাটতি আছেহ্যাঁ, হয়তো প্রস্তুতি নেয়ার সময়টা কম ছিল শ্রীলঙ্কা টেস্টের আগেকিন্তু দেখেন এবার কিন্তু দলের বেশির ভাগ ক্রিকেটার খেলার মধ্যে আছেজানুয়ারি থেকে টেস্ট, ওয়ানডে, ঘরোয়া চারদিনের ম্যাচ খেলেছেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার আগে আমাদের প্রস্ততি নেয়ার সুযোগ ছিল না খুব একটাআগে ওয়ানডে সিরিজ খেলা হয়েছেপ্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ ছিল নাএমনকি কোনো প্রস্তুতি ম্যাচও না

২০১৯ এর নভেম্বর খেকে শেষ ৬ টেস্টে মাত্র একটিতে জয়তাও ছিল দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে গেল বছর মার্চেএরপরই করোনাভাইরাসের হানা৭ মাস স্থগিত ছিল দেশের সব ধরনের ক্রিকেট২০২০ এর অক্টোবর ও নভেম্বরে বিসিবি একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে মাঠে খেলা ফেরাতেকিন্তু সে বছর ৯ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি টাইগাররাএই বছর মাঠে ফিরলেও টিম বাংলাদেশকে মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছে নাক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টে হারের পিছনেও দল হিসেবে খেলতে না পারার বড় ব্যর্থতা ছিলসবশেষ নিউজিল্যান্ড সফরেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলের  একই চিত্র

 এ বিষয়ে বাশার বলেন, ‘আমরা যত ম্যাচ জিতেছি, সেটি যে ফরম্যাটেও হোক না কেন বেশির ভাগই দলগত পারফরম্যান্সেখুব কম ম্যাচই আছে যেখানে দুই তিন জনের অসাধারণ পারফরম্যান্সে জয় পেয়েছিতাই দল হিসেবে খেলার কোনো বিকল্প নেইক্রিকেটে একক দক্ষতায় দলকে জেতানো খুবই কঠিনআমি বলবো সিনিয়র-জুনিয়র সবাইকেই ঘাম ঝরাতে হবে

দেশের মাটিতে শ্রীলঙ্কা ভয়ঙ্কর দললঙ্কার মাটিতে ১২ টেস্টে খেলে মাত্র ১ জয় আর এক ড্র ছাড়া বাকি সবগুলোতে হেরেছে টাইগাররাক্যান্ডিতে প্রথম টেস্ট সেই হিসেবে কতটা চ্যালেঞ্জ! এ বিষয়ে বাশার বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট রেকর্ড খুব একটা ভালো নাযদিও ওদের মাটিতে একটি জয় আছে আমাদেরএছাড়াও কন্ডিশনও কিছুটা কঠিনতবে অন্য দেশের মতো কঠিন কন্ডিশন নয়তাই আমি মনে করি আমাদের ভালো করার যথেষ্ট সুযোগ আছেনিজেদের সেরাটা দিতে হবে

TAG : Bangladesh, Srilanka, Test Series
KEYWORDS : Bangladesh, Srilanka

This News Related By : Bangladesh.