
Rana Sikder
CrickBangla Reporter
আগামী জুন থেকে বসছে ২০২২ যুব বিশ্বকাপের বাছাইপর্ব
15 December 2020 , 03:00 AM
করোনার প্রকোপে স্থগিত হয়েছে ক্রিকেটের বেশ কয়েকটি টুর্নামেন্ট। ধীরে ধীরে সেগুলো মাঠে ফেরানোর ব্যবস্থা করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি।
এরই ধারাবাহিকতায় আগামী বছরের জুন থেকে ২০২২ যুব বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজন করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছরেই। কিন্তু করোনার কারণে তা এক বছর পিছিয়ে দেয় আইসিসি।
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় পরবর্তী আসরে অংশগ্রহণ করবে ১৬ টি দল।
এর মধ্যে সরাসরি খেলবে-
১। বাংলাদেশ, ২। ওয়েস্ট ইন্ডিজ,
৩। আফগানিস্তান, ৪। ভারত,
৫। অস্ট্রেলিয়া, ৬। ইংল্যান্ড,
৭। নিউজিল্যান্ড, ৮। পাকিস্তান ,
৯। দক্ষিণ আফ্রিকা, ১০। শ্রীলঙ্কা ও
১১। জিম্বাবুয়ে।
বাকি ৫ টি জায়গার জন্য লড়াই করবে ৫ অঞ্চলের (এশিয়া, আমেরিকা, পূর্ব এশিয়া, আফ্রিকা ও ইউরোপ) ৩৩টি দল।
এদিকে, ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দিনক্ষণও চূড়ান্ত করেছে আইসিসি।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সহ ৩০ নভেম্বর ২০২১ সালের আগ পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষ সাত দল সরাসরি চলে যাবে বিশ্বকাপে। বাকি দুই জায়গার জন্য আগামী বছর অনুষ্ঠিত হবে বাছাইপর্বের লড়াই।
TAG : ICC, U-19 CWC 2022, BangladeshCricket
KEYWORDS : ICC, U-19 CWC 2022,
This News Related By : Bangladesh.