
Rana Sikder
CrickBangla Reporter
২য় ওয়ানডেতে বিশাল জয়ে সিরিজে সমতায় ফিরল প্রোটিয়ারা
20 March 2022 , 10:30 PM
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নেয়ার। কিন্তু জোহানেসবার্গে হার দেখলো টাইগাররা। টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯৬ রান করে বাংলাদেশ। ৩৪ রানে ৫ উইকেট হারাানোর পর আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে মান বাঁচে দলের। জবাবে ৭ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।
ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ‘পিংক ডে ক্রিকেট’ হিসেবে উদযাপন করে সিএসএ। বিশেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমেই যেন এলোমেলো হয়ে গেলো বাংলাদেশের ব্যাটাররা। শুরুতেই জোহানেসবার্গের উইকেটে আগের ম্যাচের তুলনায় বাড়তি বাউন্স পেয়েছে রাবাদা, তাতে একাই তুলে নিয়েছেন ৫ উইকেট।এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার, প্রথমটি ছিল টাইগারদের বিপক্ষেই নিজের অভিষেক ম্যাচে।
জবাব দিতে নেমে অসুস্থতা কাটিয়ে ফেরা কুইন্টন ডি ককের বিস্ফোরক ব্যাটিংয়ে কেবল ৪৪ বলে এসেছে উদ্বোধনী জুটির পঞ্চাশ। ৮৬ রানের এই জুটি ভাঙে ইয়ানেমান মালান ২৬ রানে আউট হওয়ার পর। ৯ চার ও ২ ছয়ে ডি কক ৬২ রান করে আউট হলেও ততক্ষণে সহজ জয়ের লক্ষ্য পেয়ে যায় স্বাগতিকরা। তাকে ফেরান সাকিব আল হাসান। এরপর আফিফ হোসেন বিদায় করেন টেম্বা বাভুমাকে। ৫২ বলে তিন চার ও এক ছক্কায় ৩৭ রান করেন তিনি। অন্যদিকে তার সঙ্গী কাইল ভেরেইনা ততক্ষণে ফিফটি তুলে নিয়েছেন। ১৭৬ রানে তিন উইকেট হারানো প্রোটিয়া ব্যাটার আর দলকে বিপদে পড়তে দেননি। তার ব্যাট থেকে আসে ৭৭ বলে অরাপজিত ৫৮ রানের দারুণ ইনিংস।
TAG : Bangladesh, South Africa, ODI, Cricket
KEYWORDS : BD, SA, ODI
This News Related By : Bangladesh.