
Rana Sikder
CrickBangla Reporter
করোনার কারণে বঙ্গবন্ধু টি-২০ কাপে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান
15 November 2020 , 03:00 AM
২৪শে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। প্রথম দিনেই দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় তামিম ইকবালের মুখোমুখি হবে সাকিব আল হাসান।
ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
অন্যদিকে উদ্বোধনী ম্যাচে দুপুর দেড়টায় মুশফিকুর রহীমের বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার রাজশাহী।
গতকাল এই সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই আয়োজনে কোনো উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি।
গতকাল আয়োজক কমিটির সভা শেষে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো উদ্বোধনী অনুষ্ঠান নাই। এর কারণ বর্তমান করোনা পরিস্থিতি। ২৪শে নভেম্বর থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হচ্ছে। প্রথম খেলা শুরু হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে। ১৮ই ডিসেম্বর ফাইনাল, ১৯শে ডিসেম্বর রিজার্ভ ডে রাখা হয়েছে। এখানে শেষ চার দলের এলিমিনেটর, কোয়ালিফাইং আগের (বিপিএল) মতোই থাকবে।’
এর আগে ১২ই নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটার্স ড্রাফট। সেখানে ১৫৭ ক্রিকেটার থেকে মোট ৮০ জনকে বেছে নিয়েছে পাঁচটি দল।
৫টি দলের ক্রিকেটারদের বিসিবি নিয়ে আসবে জৈব সুরক্ষা বলয়ের (বায়ো-বাবল সিকিউরিটি) মধ্যে। তার আগে সব দলের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফদের করানো হবে কোভিড-১৯ পরীক্ষা।
এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘খুব সম্ভবত তারা হোটেলে উঠবে ২০ তারিখে। এর আগে তারা হয়তো নিজেদের আয়োজনে অনুশীলন করতে পারে। কিন্তু ২০ তারিখ থেকে হোটেলে উঠবে এবং সেখান থেকেই বায়ো-বাবলে ঢুকবে। আর আমার মনে হয় না, কেউ যদি ঝুঁকি নিতে চায় তাহলে করতে পারে। আমরা চাই, যারা স্পন্সরদের অধীনে চলে এসেছে সেসব প্লেয়াররা তাদের আয়োজনের মধ্যেই অনুশীলন করুক। কারণ দুই একজন ইতিমধ্যে করোনা পজেটিভ হয়েছেন। টুর্নামেন্টের সময় যাতে কেউ আক্রান্ত না হয় সে জন্য তারা যেন বায়ো-বাবলে প্রবেশের পরই অনুশীলন করে।’
TAG : Bangabandhu T-20 Cup, BCB, CRICKBANGLA
KEYWORDS : Bangabandhu T-20 Cup
This News Related By : Bangladesh.