২০২০ সালটা জো রুটের কেটেছিল টেস্ট সেঞ্চুরিবিহীন। নতুন বছরের শুরুটা করলেন ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে হাঁকিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ২২৮ রান। অধিনায়ক হিসেবে দ্বিতীয় ডাবলে গড়েছেন নতুন রেকর্ড। প্রথম ইংলিশ অধিনায়ক হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকালেন জো রুট। অধিনায়ক হিসেবে রুটের প্রথম ডাবল সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৯ সালে হ্যামিল্টন টেস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে এর আগেও ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।
এক ছক্কা ও ১৮ বাউন্ডারিতে ৩২১ বলে ২২৮ রানের ইনিংসে দারুণ এক মাইলফলক পেরিয়েছেন রুট। সপ্তম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন আট হাজার রানের মাইলফলক।
৩৬ বছর পর প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে উপমহাদেশে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন রুট। ১৯৮৫ সালে চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে ২০৭ রান করেছিলেন মাইক গ্যাটিং। শ্রীলঙ্কার মাটিতে সপ্তম সফরকারী ক্রিকেটার হিসেবে টেস্টে দ্বিশতকের দেখা পেয়েছেন রুট। রুটের ২২৮ রানের ইনিংসে বড় লিড পায় ইংল্যান্ড। যা ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে লঙ্কানদের মাঠে সর্বোচ্চ রানের ইনিংস। প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যাওয়া শ্রীলঙ্কা ২৮৬ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে।
দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ করেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৮৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৩৫/১০
ইংল্যান্ড ১ম ইনিংস: (১১৭.১ ওভারে) ৪২১/১০ (রুট ২২৮, লরেন্স ৭৩, বেয়ারস্টো ৪৭; দিলরুয়ান ৪/১০৯, এম্বুলদেনিয়া ৩/১৭৬)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস (ব্যাটিং): (৩২ ওভারে) ৮৪/০ (কুশল পেরেরা ৫১*, লাহিরু থিরিমান্নে ৩২*)।