News

07:00 PM National

The-new-ICC-chairman-is-Greg-Berkeley

Rana Sikder

CrickBangla Reporter

আইসিসির নতুন চেয়ারম্যান হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে

25 November 2020 , 07:00 PM

ভারতের শশাঙ্ক মনোহরের পর পরবর্তী আইসিসির চেয়ারম্যান হতে চলেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেগ বার্কলে। 

মঙ্গলবার আয়োজিত ভোটে সহজেই সিঙ্গাপুরের ইমরান খোয়াজাকে হারালেন গ্রেগ। তিনি জিতেছেন ১১–৫ ভোটে। ফলে আইসিসির চেয়ারম্যান পদে বসতে তাঁর আর কোনও অসুবিধা রইল না।

পেশায় উকিল অকল্যান্ডের এই বাসিন্দা ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের পদ সামলাচ্ছিলেন। এছাড়া ২০১৫ সালে নিউজিল্যান্ড–অস্ট্রেলিয়াতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের ডিরেক্টর পদেও ছিলেন বার্কলে। 

চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বার্কলে বলেন, ‘‌‘‌আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া খুবই গর্বের বিষয়। আমি বাকি আইসিসি ডিরেক্টরদের এজন্য ধন্যবাদ জানাতে চাই। করোনা আবহে ফের একবার ক্রিকেটের হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এবং বর্তমান পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’‌’‌ 

এর পাশাপাশি পরাজিত ইমরান খোয়াজাকে শুভেচ্ছা এবং ধন্যবাদও জানান বার্কলে।

জানা গিয়েছে, ভারত–অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড–ইংল্যান্ড–প্রত্যেকটি বোর্ডেরই সমর্থন পেয়েছেন বার্কলে। আসলে দ্বিপাক্ষিক সিরিজের উপর জোর দেওয়ার বিষয়টিই বার্কলকে লড়াইয়ে অনেকটা এগিয়ে দিয়েছিল। 

আইসিসির সদ্যপ্রাক্তন চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের আইসিসি প্রায় প্রতিবছর অন্তত একটি করে আইসিসি ইভেন্ট করার পক্ষে ছিল। কিন্তু এতে তার নিজের দেশ তথা ভারতীয় বোর্ডের  তীব্র আপত্তি ছিল। কারণ, সেটা হলে একে তো দ্বিপাক্ষিক সিরিজগুলি গুরুত্ব হারাত, সেই সঙ্গে আইপিএলের মতো টুর্নামেন্টেরও জনপ্রিয়তা কমত।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির আইসিসি চেয়ারম্যান হওয়া নিয়ে বহু জল্পনা ছড়িয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তিনি মনোনয়ন তোলেননি। আইসিসির পদে বসতে হলে ভারতীয় বোর্ড থেকে পদত্যাগ করতে হত তাঁকে। সম্ভবত সেকারণেই পিছিয়ে এসেছিলেন সৌরভ।

TAG : ICC, Chairman, Greg Barclay
KEYWORDS : ICC, Chairman, Greg

This News Related By : Bangladesh.