
Rana Sikder
CrickBangla Reporter
ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়ে বিশাল জয় লঙ্কানদের
25 November 2021 , 06:30 PM
উপমহাদেশে সফরকারী দলগুলো স্পিনে নাকাল হবে-এমন দৃশ্য অপরিচিত নয়। বিশেষত টেস্ট ক্রিকেটে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে ‘স্পিন জুজু’ কাটিয়ে টেস্ট জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আট মাস পর শ্রীলঙ্কা সফরে স্বাগতিক স্পিনারদের কাছে নাকাল হলেন ক্রেইগ ব্র্যাথওয়েট-কাইল মেয়ার্সরা। প্রথম টেস্টে সফরকারীদের ১৮৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের দিক থেকে স্বাগতিকদের এটি দ্বিতীয় বড় জয়। ৩৪৮ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে তারা আটকে দেয় ১৬০ রানেই। ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কান স্পিনারদের বিপক্ষে ধুঁকেছে ওয়েস্ট ইন্ডিজ। দলটিকে প্রথম ইনিংসে ২৩০ রানের পর এবার দুইশর আগে গুটিয়ে দেওয়ায় মূল ভূমিকা লঙ্কান স্পিনারদের।সফরকারীদের ২০ উইকেটের ১৯টিই তাদের শিকার।
দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের অল্পতে গুটিয়ে দেওয়ার নায়ক লাসিথ এম্বুলদেনিয়া। ৪৬ রান দিয়ে তার প্রাপ্তি ৫ উইকেট। টেস্টে বাঁহাতি স্পিনারের এটি তৃতীয়বার পাঁচ উইকেট। তবে জয়ের ভিতটা আগের দিন ৪ উইকেট নিয়ে গড়ে দেন অফ স্পিনার রমেশ মেন্ডিস।
TAG : Sri Lanka, India, Test, Cricket
KEYWORDS : Sri Lanka, India, Te
This News Related By : Srilanka.