প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
অধিনায়ক বাবর আজমকে ছাড়াই নিউজিল্যান্ড সফর শুরু করেছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেও টেস্ট সিরিজে খেলবেন বাবর। সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের অভাবটা প্রথম ম্যাচেই টের পেয়েছে সফরকারীরা। শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৫৩/৯ রান করে সফরকারীরা। জবাবে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান। শুরুতইে অভিষিক্ত জ্যাকব ডাফির তোপে মুখে পড়ে পাকিস্তান টপ অর্ডার। টানা দুই ওভারে মোহাম্মদ রিজওয়ান (১৭ বলে ১৭) ও আব্দুল্লাহ শফিককে ফেরান ডাফি।
বাবর আজমের জায়গায় সুযোগ পাওয়া তরুণ ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক নিজেকে মেলে ধরতে ব্যর্থ। ডাফির তৃতীয় শিকার অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। প্রথম বলেই আউট হয়ে ফেরেন তিনি। পঞ্চম ওভারে ইনফর্ম হায়দার আলীকে ফেরান স্কট কুগলেইন। তরুণ কিউই পেস অ্যাটাকের সামনে ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক শাদাব খান। শাদাবকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি খুশদিল শাহ (২০ বলে ১৬ রান)। পাকিস্তানের ইনিংস দেড়শ পেরোয় টেল এন্ডারদের কল্যাণে। শাদাব খানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ বলে ৪২ রান। এছাড়া ইমাদ ওয়াসিম ১৪ বলে ১৯ এবং ফাহিম আশরাফ করেন ১৮ বলে ৩১ রান। জ্যাকব ডাফি ৩৩ রানে নেন ৪ উইকেট। নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি অভিষেকে এটাই সেরা বোলিং ফিগার। কুগলেইনের শিকার ২৭ রানে ৩ উইকেট।
১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। পেসার শাহীন আফ্রিদি ও হারিস রউফর দারুণ বোলিংয়ে চতুর্থ ওভারেই হারিয়ে বসে ২ উইকেট। দুই অঙ্ক ছুঁতে পারেননি মার্টিন গাপটিল (৬ রান) ও ডেভন কনওয়ে (৬ রান)। তৃতীয় উইকেটে ওপেনার টিম সেইফার্টের সঙ্গে গ্লেন ফিলিপসের ৪৪ রানের জুটিতে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। ফিলিপস ১৮ বলে ২৩ রানে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন সেইফার্ট।
মার্ক চাপম্যানের সঙ্গে সেইফার্টের আরেকটি ৪৫ রানের জুটিতে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। ৪৩ বলে ৫৭ রান করে ফেরেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সেইফার্ট। ৩০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন হংকংয়ে জন্ম নেয়া চাপম্যান। শেষ দিকে জিমি নিশামের ১০ বলে ১৫* ও অধিনায়ক মিচেল স্যান্টনারের ৮ বলে ১২* রানে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড ১৫৬/৫। হারিস রউফ ৩টি ও শাহীন আফ্রিদির শিকার ২ উইকেট। দারুণ বোলিংয়ে অভিষেকেই ম্যাচসেরা কিউই পেসার জ্যাকব ডাফি। আগামী রোববার হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টি।
By Crick Bangla