প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
প্রথম দিন শেষে পাকিস্তান পেসার মোহাম্মদ আব্বাস বলেছিলেন, ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দ্রুতই শেষ করে দিতে হবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। তাতে অবশ্য ব্যর্থই হয়েছে পাকিস্তান। মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় দিনেও অব্যাহত স্বাগতিকদের দাপট। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৪৩১ রানের জবাবে ১ উইকেটে ৩০ করে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। আবিদ আলী (১৯*) ও মোহাম্মদ আব্বাস তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন। নাইটওয়াচম্যান মোহাম্মদ আব্বাস ১৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।
আগের দিনের ৩ উইকেটে ২২২ রান নিয়ে রোববার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। ধীর গতির ব্যাটিং করা কিউই অধিনায়ক কেন উইলিয়মসন তুলে নেন ক্যারিয়ারের ২৩তম টেস্ট সেঞ্চুরি। ২৬১ বলে তিন অঙ্কে পৌঁছান তিনি।
টেস্টে উইলিয়ামসনের এটি মন্থরতম সেঞ্চুরি। হেনরি নিকোলস ৫৬ রানে বিদায় নিলে ভাঙে ১৩৩ রানের জুটি। উইলিয়ামসনের ৮ ঘন্টার লড়াই থামে ইয়াসির শাহ’র দারুণ এক ডেলিভারিতে। বিজে ওয়াটলিং আবারো টেলএন্ডারদের নিয়ে খেললেন দুর্দান্ত ইনিংস। তার ৭৩ রানেই চারশ পেরোয় স্বাগতিকদের প্রথম ইনিংস। ব্যাট হাতে নিজের কারিশমা আরেকবার দেখালেন পেসার কাইল জেমিসন (৩২ রান)। ৪ উইকেট নেন শাহীন আফ্রিদি। ইয়াসির শাহ’র শিকার ৩ উইকেট।
ব্যাটিংয়ে পাকিস্তানের শুরুটা হয় সাবধানী। বিনা উইকেটে দিন শেষ করার লক্ষ্যটা অটুট রাখতে পারেননি শান মাসুদ। কাইল জেমিসনের বলে ১০ রানে ফেরেন তিনি। দিনের বাকি সময়ে ক্ষতি বাড়তে দেননি আবিদ আলী ও নাইটওয়াচম্যান মোহাম্মদ আব্বাস।
By Crick Bangla