
Rana Sikder
CrickBangla Reporter
ইনজুরি গুরুতর নয় দ্রুতই মাঠে ফিরছি, বললেন তাসকিন আহমেদ
13 January 2021 , 08:00 PM
২০১৭ সালে জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন তাসকিন আহমেদ। এরপর কেটে গেছে তিন বছর। এই নয় যে তিনি দলে ফেরার সুযোগ পাননি। ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে ডাক পেয়েছিলেন। কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছেন। পারফরম্যান্স ও ইনজুরি দুই মিলে তার ফেরার স্বপ্ন ধাক্কা খেয়েছে বারবার। এবার ক্যারিবীয়দের বিপক্ষে আছেন ওয়ানডের প্রাথমিক দলে। তবে ক্যাম্পে অনুশীলনের দ্বিতীয় দিন ফের আঘাত পেয়েছেন এই পেসার।
আঙ্গুলে একটি অংশ কেটে গেছে। ক্ষতস্থানে দিতে হয়েছে তিনটি সেলাই। গুঞ্জন ছড়িয়ে পড়েছে ক্যারিবীয়দের বিপক্ষে মূল দলে থাকা হচ্ছে না তার। ছিটকে পড়বেন সিরিজ থেকেও। তবে ৩২ ওয়ানডে খেলা তাসকিন জানিয়েছেন, তেমন বড় কোন আঘাত নয়। তিনটি সেলাই লাগলেও সামান্য চামড়া উঠে গেছে। তাই তিনি আশাবাদি দ্রুতই দলের অনুশীলনে যোগ দিতে পারবেন। তিনি বলেন, ‘এখন অনেক ভালো আছি। চিকিৎসকরা আমাকে তিন দিনের বিশ্রাম দিয়েছেন। যে ধরনের চোট তাতে আমার মনে হয় মাঠে ফিরতে ৬ বা ৭ দিনের বেশি সময় লাগবে না। কারণ সামান্য চামড়া ছিলে গেছে। সেলাই করা হয়েছে তবে সেটি গভীর নয়। মাংসে কোন আঘাত লাগেনি। আশা করছি দ্রুতই মাঠে ফিরবো।’
২০১৭ তে নিউজিল্যান্ডের মাটিতে দেশের হয়ে শেষ ওয়ানডে খেলা তাসকিন দল থেকে বাদ পড়েছিলেন ফর্মের কারণে। এরপর ইনজুরিতে পড়ে তার মাঠে ফেরা আরো বিলম্বিত হয়। একই বছর টেস্ট দল থেকেও বাদ পড়েন। যদিও ২০১৮ তে তিনি একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সুযোগ পান শ্রীলঙ্কা সফরে। এরপর ফের ইনজুরি। এবার ভাগ্যই বলে দিতে পারে তার খেলা হচ্ছে কি হচ্ছে না।
তার আগে অবশ্য প্রাথমিক দল থেকে তাকে মূল স্কোয়াডে জয়াগা করে নিতে হবে। দলে ফিট থাকা অন্য পেসারদের ভিড়ে শেষ পর্যন্ত তার জায়াগা হবে কিনা সেটি নিয়ে আছে নানা গুঞ্জন। ওয়ানডের প্রাথমিক দল থেকে মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন ও তরুণ শরিফুল ইসলাম এই চার পেসারের চূড়ান্ত স্কোয়াডে থাকার সম্ভাবনাই অনেক বেশি। তাই ২৫ বছর বয়সী তাসকিনের ভাগ্য নির্ধারণ শুধু ইনজুরিই না নির্বাচকদের হাতেও।
TAG : Taskin Ahmed, Bangladesh, Injury
KEYWORDS : Taskin Ahmed, Bangla
This News Related By : Bangladesh.