
Rana Sikder
CrickBangla Reporter
করোনার কারণে হেড কোচকে ছাড়াই মাঠে নামছে এইচপি দল
11 February 2021 , 10:00 PM
গেল বছর আগষ্টে বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধান কোচ হিসেবে নিয়োগ পান টবি রেডফোর্ড। সে বছর সেপ্টেম্বরে এইচপির শ্রীলঙ্কা সফরে দায়িত্ব নেয়ার কথা ছিল তার। কিন্তু করোনা মহামারির কারণে নতুন দায়িত্বে কাজ করার সুযোগ হয়নি এই ইংলিশ কোচের।
২৬শে ফেব্রুয়ারি থেকে করোনা বিরতি ভেঙ্গে আইরিশ উলফের বিপক্ষে সিরিজ খেলবে এইচপি দল। তবে এই মিশনে প্রধান কোচকে ছাড়া মাঠে নামতে হচ্ছে তাদের। এমনটাই নিশ্চিত করেন এইচপির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দূর্জয়।
গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘চার দিনের ম্যাচ দিয়ে এইচপির খেলা শুরু হচ্ছে আয়ারল্যান্ডের উলফের বিপক্ষে। এরই মধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
মূলত ইংল্যান্ড জুড়ে নতুন ধরণের মারাত্মক করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। যার জন্য গোটা ব্রিটেনে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নেয়া হয়েছে। শুধু তাই নয় দেশে দেশে ব্রিটিশ নাগরিকদের জন্যও করা হয়েছে কঠোর কোয়ারেন্টিনের নিয়ম।
তবে রেডফোর্ডের পরিবর্তে এইচপি দলের দায়িত্ব সামলাবেন চাম্পাকা রামানায়েকে। এই শ্রীলঙ্কান কোচকে নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। করোনার সময় নিজ দেশে যেতে দীর্ঘ দিন অপেক্ষা করেন তিনি। যে কারণে গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি আর ফিরবেন না। বিসিবিও তাকে চিঠি দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে এসেছেন। এখন দলের সঙ্গে কাজও শুরু করেছেন। এ বিষয়ে দূর্জয় বলেন, ‘রেডফোর্ডের পরিবর্তে আপাতত দলের দায়িত্ব পালন করবেন চাম্পাকা। তিনি বাংলাদেশে এসেছেন। হ্যাঁ, করোনার সময় কিছু জটিলতা ছিল তার আসা নিয়ে। তবে এখন তিনি তার দায়িত্বে নিয়মিত কাজ করবেন।’
আইরিশ উলফের বিপক্ষে ২০ সদস্যের এইচপি দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে সেখানেও পড়েছে ইনজুরির থাবা। জানা গেছে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে শঙ্কা আছে। দূর্জয় বলেন, ‘আইরিশ উলফ যে দলটি এসেছে সেখানে তাদের ‘এ’ ক্রিকেটারই বেশি। সে তুলনায় আমাদের ক্রিকেটাররা একেবারে তরুণ। তাই চ্যালেঞ্জ থাকছেই। আর এরই মধ্যে আমাদের প্রাথমিক দলে (এইচপি) বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরি ধরা পড়েছে। যদিও কারা থাকছেন বা বাদ পড়ছেন তা ফিজিওর রিপোর্ট না দেখে বলা যাচ্ছেনা। আশা করি আমরা শক্তিশালী দল নিয়েই মাঠে নামতে পারবো।’
TAG : HP team, Bangladesh, Corona
KEYWORDS : HP team, Bangladesh,
This News Related By : Bangladesh.