বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি চুড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেই সঙ্গে সূচিও প্রকাশ করেছে বিসিবি। ১০ই জানুয়ারি সফরে আসবে ক্যারিবিয়ানরা।
এই সিরিজ দিয়ে ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে টাইগাররা।
সব শেষ চলতি বছরে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ খেলে বাংলাদেশ।
তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে ছাড়াও ক্যারিবিয়ানদের ২টি টি- টোয়েন্টি খেলার কথা ছিল।
কিন্তু শেষ পর্যন্ত করোনা কারণে সফর থেকে একটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি বাদ দেয়া হয়েছে।
২০২১ সালের ১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১৮ জানুয়ারি এক দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে।
এক নজরে পূর্ণাঙ্গ সূচিঃ
২০ জানুয়ারি, ২০২১- প্রথম ওয়ানডে
২২ জানুয়ারি, ২০২১- দ্বিতীয় ওয়ানডে
২৫ জানুয়ারি, ২০২১- তৃতীয় ওয়ানডে
৩-৭ ফেব্রুয়ারি, ২০২১- প্রথম টেস্ট
১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১- দ্বিতীয় টেস্ট
ওয়ানডে ১ম ২টা মিরপুরে হবে ৩য় টা চট্টগ্রামে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।
চূড়ান্ত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
