
Rana Sikder
CrickBangla Reporter
ভারতকে ধসিয়ে দিয়ে সিরিজে সমতায় ফিরল ইংলিশরা
28 August 2021 , 09:48 PM
হেডিংলি টেস্টে লড়াইয়ের আভাস দিয়েছিল ভারত। বিরাট কোহলি ও চেতশ্বর পূজারার দারুণ জুটি স্বপ্ন দেখাচ্ছিল সফরকারীদের। তবে ইংলিশ বোলারদের নৈপুণ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতের ব্যাটিং লাইন। চতুর্থ দিনে ভারত তাদের শেষ ৮ উইকেট হারায় মাত্র ৬৩ রানে। আগের দিনের- ২ উইকেটে ২১৫ রান নিয়ে শনিবার ব্যাটিংয়ে নামা ভারত গুটিয়ে যায় ২৭৮ রানে। ইনিংস ও ৭৬ রানে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতকে ৭৮ রানে অলআউট করে ৪৩২ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ধস ভারতের। ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘মূলত স্কোরবোর্ডে রানের চাপ ছিল।৮০ রানের আশেপাশে অলআউট হওয়ার পর প্রতিপক্ষ বড় স্কোর গড়লেও নিজেদের উপর বিশ্বাস ছিল। দারুণ একটা জুটি দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু প্রতিপক্ষ বোলাররা চাপ সৃষ্টি করে। ব্যাট করা খুব বেশি কঠিন ছিল না। ইংলিশ বোলাররা ডিসিপ্লিনড বোলিং করেছে। তাতেই ভুল করেছি আমরা।’ কোহলির অধীনে দ্বিতীয়বার ইনিংস ব্যবধানে হারল ভারত। প্রথম হারটিও ছিল ইংল্যান্ডের বিপক্ষেই। ২০১৮ সালে লর্ডস টেস্টে ইনিংস ও ১৫৯ রানে হারে ভারত।
অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের দিক থেকে জো রুট ছাড়িয়ে গেলেন মাইকেল ভনকে। ইংল্যান্ডের নেতৃত্বে সবচেয়ে বেশি জয় এখন রুটের, ২৭টি। সাবেক অধিনায়ক ভনের ছিল ২৬টি। দ্বিতীয় ইনিংসে জেমস অ্যান্ডারসনের শিকার ১ উইকটে। অজিঙ্কা রাহানের উইকেট নিয়ে দারুণ মাইলফলকে টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ ৬৩০ উইকেটের মালিক। টেস্টে ঘরের মাঠে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অ্যান্ডারসন। ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে এমন কীর্তি গড়লেন তিনি। প্রথমজন শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলিধরন। তিনি ঘরের মাঠে ৭৪ টেস্টে নিয়েছেন ৪৭৩ উইকেট।
অলি রবিনসন দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ৬৫ রানে ৫ উইকেট তার ক্যারিয়ার সেরা। প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। চেতশ্বর পূজারা শতরানের আক্ষেপ নিয়ে ফিরেছেন। ৯১ রানে রবিনসনের শিকার পূজারা। কোহলিকেও (৫৫ রান) ফেরান রবিনসন। মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল অজিঙ্কা রাহানে (১০ রান) ও রবীন্দ্র জাদেজা (৩০ রান)।
TAG : India, England, Leeds Test
KEYWORDS : India, England, Leed
This News Related By : England.