
Rana Sikder
CrickBangla Reporter
জানুয়ারি নয় বরং অক্টোবরে পাকিস্তান সফরে যাচ্ছে ইংলিশরা
17 November 2020 , 06:00 PM
দেড় দশক পর আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তান সফরে আসার কথা ইংল্যান্ডের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আগেই জানিয়েছিল, প্রথম সারির ক্রিকেটাররা অন্য সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় পাকিস্তানের দ্বিতীয় সারির দল পাঠানো হবে।
প্রথমে এমন প্রস্তাবে রাজি হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে ‘বোধদয়’ হয়েছে পিসিবির। ঐতিহাসিক সিরিজটিতে দ্বিতীয় সারির বিপক্ষে খেলতে চায় না তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির একটি সূত্র জানায়, ‘পরের বছরের শুরুতে শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকবে ইংল্যান্ড এবং তাদের টি-টোয়েন্টির সেরা খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের জন্য চুক্তিবদ্ধ। পিসিবি আগামী বছরের শুরুর দিকে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে খেলতে অনিচ্ছুক। কেননা এটি পাকিস্তান ক্রিকেটের জন্য একটি বড় সিরিজ।
উভয় বোর্ডই সিরিজটি অক্টোবরে স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এর ফলে দুই দলই ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সংক্ষিপ্ত সিরিজের জন্য পাকিস্তানেই নিজেদের ঝালিয়ে নিয়ে পারবে।’
মার্কাস ট্রেসকথিকের নেতৃত্বে ২০০৫ সালে পাকিস্তান সফরে গিয়ে তিনটি টেস্ট আর পাঁচটি ওয়ানডে খেলেছিল ইংল্যান্ড।
এরপর কেটে গেছে ১৫ বছর। ইংলিশরা আর যায়নি পাকিস্তান সফরে।
নানা নেতিবাচক ও অনাকাক্সিক্ষত ঘটনায় পাকিস্তানে ক্রিকেট বন্ধ হলেও বিগত সময়ে আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমেই ফিরেছে। পিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ঘরের মাঠের সিরিজগুলো আর নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করবে না তারা। পিসিবির এমন কঠোর অবস্থানের পরই দেশটিতে সফর করতে রাজি হয় ইংল্যান্ড।
TAG : PakistanCricket, ECB, PCB, Pakistan tour of England
KEYWORDS : PakistanCricket, ECB
This News Related By : Pakistan.