
Rana Sikder
CrickBangla Reporter
আইপিএলের বিজ্ঞাপনে অজি ক্রিকেটারদের অংশগ্রহণ চায় না বোর্ড
23 February 2021 , 09:00 PM
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) চলাকালে বিদেশি ক্রিকেটারদের নিয়ে বেশ চটকদার বিজ্ঞাপন তৈরি করার প্রথাটা বেশ পুরনো। হিন্দি ভাষায় মজাদার টেলিভিশন বিজ্ঞাপনে হরহামেশাই দেখা যায় ওয়ার্নার-স্মিথদের। তবে এবারের আসর শুরুর আগে খেলোয়াড়দের বিজ্ঞাপনে কিছু বিধিনিষেধ জারি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আইপিএলের ১৪তম আসরে অংশ নেবেন অস্ট্রেলিয়ার মোট ২১ জন খেলোয়াড়। বরাবরের মতোই আকর্ষণের কেন্দ্র বিন্দুতেই রয়েছেন অজিরা। যার জন্য আন্তর্জাতিক সূচিও এড়িয়ে যায় অস্ট্রেলিয়া।
সিএ জানায়, আইপিএল চলাকালে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নির্দিষ্ট কিছু দ্রব্য বা বিষয়ের বিজ্ঞাপনে অংশ নিতে পারবেন না। এগুলো হলো- জুয়া, ফাস্ট ফুড, অ্যালকোহল ও তামাক।
আইপিএল একাধিক দলের সাথে যুক্ত আছে এমন প্রতিষ্ঠান। তবে এমন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অজিদের অংশগ্রহণ চায় না অস্ট্রেলিয়ার বোর্ড।
সিএর পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে, ভারতের প্রিন্ট মিডিয়াতে প্রচারের জন্য দলের এমন পণ্যের স্পন্সররা ক্রিকেটারদের ছবি প্রচার করতে পারবেন, তবে সেক্ষত্রে তা হতে হবে পুরো দলের ছবি। কোনো ক্রিকেটারের পৃথক ছবি প্রচার করা যাবে না। অ্যালকোহল, ফাস্ট ফুড, তামাকজাত পণ্য ও জুয়ার কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিতে পারবেন না অস্ট্রেলিয়া ক্রিকেটাররা।
সিএর নির্দেশনা মোতাবেক, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগের একই দলের কিংবা রাজ্য চুক্তিতে থাকা দুই খেলোয়াড় একই বিজ্ঞাপনে অংশ নিতে পারবেন না।
TAG : IPL, CricketAustralia, Australia
KEYWORDS : IPL, CricketAustrali
This News Related By : Australia.