The-9-Aussie-cricketer-who-recently-toured-Bangladesh-got-a-place-in-the-World-Cup squad

Rana Sikder
CrickBangla Reporter
সদ্য বাংলাদেশ সফর করা ৯ অজি ক্রিকেটার জায়গা পেল বিশ্বকাপ স্কোয়াডে
20 August 2021 , 11:00 AM
বাংলাদেশ সফরে নাস্তানাবুদ হয়ে ফিরেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। সফরে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে দিয়েছে তাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় লজ্জা। সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ৬২ রানে। যা টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড। অজিদের ইনিংস স্থায়ী ছিল ১৩.৪ ওভার। এত কম সময়ে অলআউট হওয়ার রেকর্ড এর আগে ছিল না অস্ট্রেলিয়ার। দুঃস্বপ্নের বাংলাদেশ সফরের দল থেকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ৯ ক্রিকেটার। অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে শেষ সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া।
যদিও দেশটির ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ মনে করেন না। আইপিএলকে ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলদের বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশ সফরে আসা ৯ ক্রিকেটারের ৭ জন। বাকি দু’জন রয়েছেন রিজার্ভ দলে। সিরিজজুড়ে সবচেয়ে ধারাবাহিক মিচেল মার্শ অবধারিতভাবেই জায়গা পেয়েছেন। তবে পুরো সিরিজে বেশ ম্লান থাকলেও ম্যাথু ওয়েড জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপের দলে। মার্শ-ওয়েডের সঙ্গে মূল স্কোয়াডে আছেন অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হেইজেলউড, ও মিচেল সোয়েপসন। আর অতিরিক্ত দুই খেলোয়াড়, যারা বাংলাদেশ সিরিজ থেকে দলে জায়গা ধরে রেখেছেন তারা হলেন, নাথান অ্যালিস এবং ড্যানিয়েল ক্রিস্টিয়ান।
অভিষেকের অপেক্ষায় থাকা একজনও আছেন এই দলে। সর্বশেষ ভাইটালিটি ব্লাস্টে দারুণ পারফর্ম করা টপ অর্ডার ব্যাটসম্যান জশুয়া প্যাট্রিক ইংলিস জায়গা করে নিয়েছেন দলে। ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফরে না আসা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরাও এই দলে ঢুকেছেন। চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চও।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হেইজেলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন ও জশ ইংলিস।
অতিরিক্ত: ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।
TAG : Australia, World Cup Squad, ICC
KEYWORDS : AUS, WC Squad, ICC
This News Related By : Australia.