২০২৩ এশিয়া কাপের স্বাগতিক দেশ হওয়ার সুযোগ পেল পাকিস্তান। ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টের স্বাগতিক হিসাবে পাকিস্তানকে বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পরের বছর শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-২০ এশিয়া কাপ। শুক্রবার দুবাইয়ে এসিসির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এসিসির এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য খুশির খবর। সম্প্রতি নিউজিল্যান্ড মাঠে নামার আগে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর বাতিল করেছে। এরপর ইংল্যান্ডও এই কারণ দেখিয়ে স্থগিত করে তাদের পাকিস্তান সফর। নিজ দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তানের জন্য এইটি অবশ্যই একটি বিশেষ মুহূর্ত।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে। তাই এশিয়া কাপ একই ফরম্যাটে বছরের প্রথমদিকে হতে পারে। ২০২৪ টি ২০ বিশ্বকাপও হবে অক্টোবর-নভেম্বরে। সে বছর এশিয়া কাপ সেপ্টেম্বরে করতে চায় এসিসি।