শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের হয়ে ব্যাটিং করার পরে আর তামিম ইকবাল কে মাঠে দেখা যায়নি। দলের অধিনায়কত্ব পালন করেন মেহেদি হাসান মিরাজ।
এ বিষয়টি নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল কেন তামিম আর মাঠে নামলেন না।
এ বিষয়টি তামিম তার ভেরিফাইড ফেসবুকে পেজে পরিস্কার করে বলেন।
তামিম তার পেজে জানান " গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।
কালকে আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।"
TAG : Tamim Iqbal, Bangabandhu T20 cup
KEYWORDS : Tamim Iqbal, Bangaba
This News Related By : Bangladesh.