তামিমের করোনা নেগেটিভ এর খবর পাওয়ার পর বরিশাল শিবিরে স্বস্তির দীর্ঘশ্বাস পড়ে।
সোমবার তামিমের ফরচুন বরিশাল বেক্সিমকো ঢাকার বিপক্ষে এলিমিনেটর ম্যাচ খেলবে ফাইনালের লড়াইয়ে টিকে থাকার জন্য। এই ম্যাচে নামার আগে তামিমের করোনা নেগেটিভের খবর পুরো দলের জন্য সুখবর বয়ে আনে।
তাছাড়াও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে যে পরিকল্পনা চলছে তাতেও কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন বিসিবি।
এর আগে গত শনিবার তামিম তার ফেসবুক পেজে ভক্তদের জানিয়েছিলেন তার অসুস্থতার কথা।
তামিম তার বার্তায় জানিয়েছিলেন " গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।
কালকে আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।"
অবশেষে সকল ভক্তদের দোয়ায় তামিমকে ঢাকার বিপক্ষে মাঠে দেখা যাবে বলে দর্শকরা আশা করছে।
অবশেষে সকল ভক্তদের দোয়ায় তামিমকে ঢাকার বিপক্ষে মাঠে দেখা যাবে বলে দর্শকরা আশা করছে।