
Rana Sikder
CrickBangla Reporter
বছরজুড়ে একটি প্রশ্ন বারবার শুনে রীতিমত বিরক্ত তামিম ইকবাল
22 May 2021 , 05:30 PM
বেশ কয়েক বছর ধরেই সংবাদ সম্মেলনে একটি প্রশ্ন বারবার শুনতে হয় তামিম ইকবালকে। সেটি তার ব্যাটিং অ্যাপ্রোচ ও স্ট্রাইকরেট নিয়ে। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তামিমের ব্যাটিং নিয়ে এসব প্রশ্ন করেন সাংবাদিকরা।
স্ট্রাইক রেট, ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্নের উত্তর দিতে দিতে তামিম ইকবাল যেন ক্লান্তই হয়ে পড়েছেন। তাই গতকাল তিনি সাফ জানিয়ে দিলেন, গত পাঁচ বছরে যেভাবে খেলে এসেছেন, সামনেও তিনি সেভাবেই খেলে যেতে চান। সঙ্গে এটাও জানিয়ে দিলেন- এ ব্যাপারে আর প্রশ্ন শুনতে চান না তিনি।
তামিমের পক্ষে সবচেয়ে বড় যুক্তি তার পরিসংখ্যান। অভিষেকের পর থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৩৫টি ম্যাচ খেলে তাতে ২৯.৮৫ গড় ও ৭৮ স্ট্রাইক রেটে ৩৯৭১ রান করেছেন তামিম।২০১৫ সালের শুরু হতে এখন পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলে ৩৪৮১ রান তুলেছেন ৫০ ছাড়ানো গড় ও ৮০ স্ট্রাইক রেটে। ওয়ানডে ক্যারিয়ারের ১৩টি সেঞ্চুরির ৯টিই এসেছে গত পাঁচ বছরে।
শ্রীলঙ্কা সিরিজের আগে অনুষ্ঠিত এই অনলাইন সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিমকে প্রশ্ন করা হয়েছিল লিটন দাস, সৌম্য সরকারের ধারাবাহিকতা নিয়েও। ক্যারিয়ার শুরুর পর পাঁচ-ছয় বছর পেরিয়ে গেলেও নিয়মিত ভালো খেলার ব্যাপারটি এখনো দেখা যাচ্ছে না এ দুজনের মধ্যে। অথচ তাদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। অধারাবাহিকতা তাদের যেমন ক্ষতি করছে, ঠিক তেমনি দলকেও ভোগাচ্ছে। লিটন যেমন সবশেষ ছয় ওয়ানডেতে ওপেন করে একটি ফিফটিও পাননি। সৌম্যও নিউজিল্যান্ডে তিন ওয়ানডে খেলেছেন, কিন্তু কোনো ফিফটি নেই।
অধিনায়ক হিসেবে তামিম অবশ্য এখনই ধৈর্য হারাচ্ছেন না। বরং এই শ্রীলঙ্কা সিরিজকেই তিনি সৌম্য-লিটনের বাঁক বদলের সিরিজ হিসেবে দেখতে চান। তামিম বলেন ‘আমি আশা করি, এ সিরিজে ওরাই পারফরম্যান্স দিয়ে নেতৃত্ব দেবে। এ দুজনের অনেক প্রতিভা আছে। ওদের এখন প্রতিভা কাজে লাগাতে হবে। আমার মনে হয় না যে ওরা এখন পর্যন্ত কিছুই করেনি। ওরা পারফর্ম করেছে। যদি ওদের কাছ থেকে আরও বড় পারফরম্যান্স আসে, তাহলে দলের জন্য এর চেয়ে ভালো কিছুই হতে পারে না।’
TAG : Tamim Iqbal, Bangladesh, BDCricket
KEYWORDS : Tamim, BDCricket, OD
This News Related By : Bangladesh.