
Rana Sikder
CrickBangla Reporter
প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ১৪ হাজারি ক্লাবে তামিম ইকবাল
24 May 2021 , 06:00 PM
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন ফরমেট মিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে দশম ওপেনার হিসেবে এই কৃতিত্ব দেখালেন তামিম। সব ফরমেট মিলিয়ে তামিমের রান এখন ১৪০৫০।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর ক্রিকেট প্রত্যাবর্তনে ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন তামিম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৩ ওয়ানডের দুটোতেই ফিফটি করেছেন। প্রথম টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টে রান পান। নিউজিল্যান্ডেও পেয়েছেন ফিফটির স্বাদ।শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে চার ইনিংসে ৩ হাফ সেঞ্চুরি। সেই ধারাবাহিকতা ঘরের মাঠেও ধরে রেখেছেন তামিম। ৬টি চার ও একটি ছয়ের মারে ৬৬ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ফিফটি করার পর অবশ্য ইনিংসটাকে আর টানতে পারেননি। ধনাঞ্জয়া ডি সিলভার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ৫২ রান করে। ২২তম ওভারে লাকশান সান্দাকানের বলে সিঙ্গেল নিয়ে ৬৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তামিম। শেষ ৯ ইনিংসে এটি তার ষষ্ঠ পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
৫১তম হাফ সেঞ্চুরি ও ১৩ সেঞ্চুরিতে ওয়ানডে ক্রিকেটে তামিমের সংগ্রহ ৭৫০৪। ৬৪ টেস্টে ৯ সেঞ্চুরি ও ৩১ হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৭৮৮ রান। ৭৮ টি-টোয়েন্টিতে ১ সেঞ্চুরি আর সাত হাফ সেঞ্চুরিতে সংগ্রহ ১৭৫৮।
এই তালিকায় সবার উপরে আছেন শ্রীলঙ্কার ওপেনার সনাথ জয়সুরিয়া। টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এই ওপেনারের সংগ্রহ ১৯২৯৮ রান। পরের নামটি ওয়েস্ট ইন্ডিজের সুপার স্টার ক্রিস গেইল। সব ধরনের আন্তর্জাতিক ম্যাচে তার সংগ্রহ ১৮৮৩৪। তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ করেছেন ১৬৯৫০। ক্যারিয়ারে ১৬১২০ রান করে চারে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তির ক্রিকেটার ডেসমন্ড হেইন্স। শুধুমাত্র ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে এই রান করেছেন ক্যারিবীয় ওপেনার। পাঁচ ও ছয় নম্বরে রয়েছেন ভারতীয় দুই সাবেক মারকুটে ওপেনার বিরেন্দর শেওয়াগ ও শচীন টেন্ডুলকার। এই দুই জনের রান যথাক্রমে ১৬১১৯ ও ১৫৩৩৫। সাত নম্বরে থাকা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের সংগ্রহ ১৫১১০ রান। আট ও ৯ নম্বরে অজি ক্রিকেটার ম্যাথু হেডেন ও ডেভিড ওয়ার্নার। এই দুই দুই জনের রান ১৪৮২৫ ও ১৪৮০৩।
TAG : Tamim Iqbal,New Milestone, 14000 RUNS, BDCricket
KEYWORDS : Tamim, Milestone, 14
This News Related By : Bangladesh.