
Rana Sikder
CrickBangla Reporter
এক নজরে দেখে নিন বঙ্গবন্ধু টি-২০ কাপের কোন দলের কে অধিনায়ক
20 November 2020 , 11:00 AM
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪শে নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট আসর। এরইমধ্যে ক্রিকেটার্স ড্রাফট থেকে ৫ দল লটারির মাধ্যমে দল গড়ে নিয়েছে গেল ১২ই নভেম্বর। বাকি ছিল শুধু অধিনায়ক ঘোষণা। এরইমধ্যে সব দল অধিনায়ক চূড়ান্ত করেছে।
গতকাল মিনিস্টার রাজশাহী দল অধিনায়ক হিসেবে তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করে।
সবার আগে দলনেতা নিশ্চিত করে অবশ্য বরিশাল ফরচুন। দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাঁধেই থাকলো বরিশালের দায়িত্ব।
জেমকন খুলনার নেতৃত্বে তুলে দেয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে।
এছাড়াও গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে।
অন্যদিকে আলোচনা ছিল এই আসরে মুশফিকুর রহীমকে বেক্সিমকো ঢাকার অধিনায়ক হিসেবে দেখা যাবে কিনা! সবশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপেও তিনি অধিনায়ক হতে রাজি হননি। তবে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। ঢাকার দায়িত্ব পেয়েছেন মুশফিকই।
উদ্বোধনী দিনের শুরুতেই প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে রাজশাহী। তার মানে অভিজ্ঞ মুশফিকের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে শান্তর দলের মিশন। ঢাকা এবার দল গড়েছে তরুণদের প্রাধান্য দিয়ে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী ছাড়াও দলে আছেন তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু। এছাড়াও জাতীয় দলের তরুণ ওপেনার নাঈম শেখও আছেন এই দলে।
অন্যদিকে মোহাম্মদ মিঠুনকে চট্টগ্রামের অধিনায়ক হিসেবে চমকই বলা যায়। দলটি সর্বোচ্চ ১৫ লাখ টাকা মূল্যে ‘এ’ ক্যাটাগরি থেকে নিয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকে। টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ, জাতীয় দলের তরুণ তারকা লিটন কুমার দাস, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত থাকলেও নেতৃত্বে দলটি আস্থা রেখেছে মিঠুনের ওপর।
মিনিস্টার রাজাশাহী গতকাল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের দল নেতা হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করে। এই দলে অবশ্য ‘এ’ ক্যাটাগরির কোন ক্রিকেটারকে রাখা হয়নি।
দল অধিনায়ক
বেক্সিমকো ঢাকাঃ মুশফিকুর রহীম
ফরচুন বরিশালঃ তামিম ইকবাল
জেমকন খুলনাঃ মাহমুদুল্লাহ রিয়াদ
গাজী গ্রুপ চট্টগ্রামঃ মোহাম্মদ মিঠুন
মিনিস্টার রাজশাহীঃ নাজমুল হোসেন শান্ত
TAG : Bangabandhu T-20 Cup, BCB, CRICKBANGLA
KEYWORDS : Bangabandhu T-20 Cup
This News Related By : Bangladesh.