
Rana Sikder
CrickBangla Reporter
অভিযোগ অস্বীকার, বললেন অভ্যাসগত কারনেই ওরকমটা করে থাকেন
13 January 2021 , 04:00 PM
ঋষভ পন্থের ‘গার্ড মার্ক’ মুছে দিয়ে সিডনি টেস্টের শেষ দিনে বিতর্কে জড়ান স্টিভ স্মিথ। তবে অভিযোগ অস্বীকার করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। বলে দিলেন, তিনি আদৌ ঋষভের ‘গার্ড মার্ক’ মুছতে চেষ্টা করেননি।
প্রত্যেক ব্যাটসম্যান ব্যাটিং শুরু করার আগে জুতার স্পাইক দিয়ে একটা দাগ কাটেন ক্রিজে। যাতে ব্যাটসম্যান বুঝতে পারেন, তিনি ঠিক কোথায় দাঁড়াচ্ছেন। ঋষভও তাই করেছিলেন। কিন্তু চা বিরতির পর খেলা শুরু হলে দেখা যায়, স্মিথ এসে বুটের স্পাইক দিয়ে ঋষভের তৈরি দাগ মুছে দিচ্ছেন। তার পরেই শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় তো বটেই, কয়েক জন প্রাক্তন ক্রিকেটারও স্মিথের অখেলোয়াড়ি মনোভাবের দিকে আঙুল তোলেন।
স্মিথ জানান, এভাবে অভিযোগ ওঠায় তিনি অত্যন্ত হতাশ হন।
স্মিথের মন্তব্য, ‘এই ব্যাপারটা আমি প্রতিটা ম্যাচেই করি। ক্রিজে শ্যাডো ব্যাটিং করার মাধ্যমে কল্পনা করার চেষ্টা করি, আমাদের বোলাররা কোথায় বল করছে। কী ভাবে আমাদের বোলারদের খেলছে ব্যাটসম্যান। অভ্যাসবশত আমি ক্রিজে ওরকম মার্ক করি।’
স্মিথের পাশে দাঁড়ান টিম পেইনও। অজি অধিনায়কের কথায়, ‘টেস্টে প্রতি ম্যাচেই এই কাজটা পাঁচ-ছ’বার করে থাকে।’
পেইনের দাবি, স্মিথ ঋষভের ‘গার্ড মার্ক’ মুছে দেয়নি। যদিও চা বিরতির পরে আবার ঋষভকে নতুন করে ‘গার্ড’ নিতে হয়। পেইনের কথায়, ‘ঋষভের গার্ড মার্ক মোটেই বদলাচ্ছিল না স্মিথ। সেটা যদি হত, তা হলে ভারতীয়রা নিঃসন্দেহে ব্যাপারটা নিয়ে জলঘোলা করত।’
TAG : Steve Smith, Rishbah Pant, Tim Paine
KEYWORDS : Steve Smith, Rishbah
This News Related By : Australia.