প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
প্রথম ইনিংসে দারুন ব্যাটিং করেও ইনিংস হার এড়াতে পারলো না শ্রীলঙ্কা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে গুটিয়ে গিয়ে তারা হেরেছে ইনিংস ও ৪৫ রানে।
প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছিল শ্রীলঙ্কা।
তখনই মনে হচ্ছিল সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক বুঝি রানের বন্যা বয়ে যাবে। তেমনটা প্রমাণ করেছিল দক্ষিণ আফ্রিকাও। স্বাগতিকরা ব্যাট করতে নামার পরই বোঝা যাচ্ছিল না কোথায় গিয়ে থামবে।
শেষ পর্যন্ত তারা অলআউট হয় ৬২১ রানে। শ্রীলঙ্কার সামনে প্রথম ইনিংসেই লিড দাঁড় করিয়ে দেয় ২২৫ রানের। মাত্র ১ রানের জন্য জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি মিস করেন না সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। আউট হয়ে যান তিনি ১৯৯ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় মাত্র ১৮০ রানে।
কুশল পেরেরা একাই যা লড়াই করেছিলেন। তিনি করেন সর্বোচ্চ ৬৪ রান। বাকিরা ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে। আহত হওয়ার কারণে ধনঞ্জয়া ডি সিলভা ব্যাট করতেই নামতে পারেননি।
By Crick Bangla