বেশ লম্বা বিরতির পরই ঘরের মাঠে সিরিজ আয়োজন করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। অপরদিকে ঘরের মাঠে টানা কয়েকটি সিরিজ খেলার পর ইংলিশ টিম এইবার যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে।
এই সফরে তিন ম্যাচ করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
ইতিমধ্যে আসন্ন এই সিরিজকে সামনে রেখে ২৮ সদস্যবিশিষ্ট দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
নিয়মিত অধিনায়ক ডি কককে সামনে রেখেই সাজানো হয়েছে দল।
তবে দল থেকে বাদ পড়েছেন কিংবদন্তিতুল্য ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেসার ডেইল স্টেইনের।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চাইছেন। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে এগিয়ে যাওয়া প্রোটিয়াদের করোনা পরবর্তী প্রথম সিরিজেই নেই এই কিংবদন্তিতুল্য পেসার।দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ
কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, ফাফ ডু প্লেসি, বর্ন ফরটুইন, বিউরেন হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, ডেভিড মিলার, জানেমান মালান, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরতিয়ে, আন্দিলে ফেহলুকওয়াইও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, লুথো সিপামলা, জন স্মুটস, গ্লেনটন স্টুয়ারমান, পিটে ভ্যান বিজন, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেন।