
Rana Sikder
CrickBangla Reporter
করোনার অজুহাতে অস্ট্রেলিয়া সফর স্থগিত করায় হতাশ দক্ষিণ আফ্রিকা
3 February 2021 , 03:00 PM
দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতির বিচার-বিশ্লেষণে আসন্ন সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফেব্রুয়ারি-মার্চে হতে চলা টেস্ট সিরিজটি আয়োজনের সর্বাত্মক চেষ্টা চালায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ মুহূর্তে এসে সফর স্থগিত হওয়ায় হতাশ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (এসএসি)।
দক্ষিণ আফ্রিকায় করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আক্রান্ত হয়েছেন অন্তত দেড় লক্ষ মানুষ। মৃত্যুও হয়েছে অনেক। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে ক্রিকেট অস্ট্রেলিয়া দ.আফ্রিকা সফর স্থগিত করে। মঙ্গলবার এক বিবৃতিতে সিএ জানায়, ‘এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া মোটেও উচিত নয়। গোটা দল, সাপোর্ট স্টাফদের সুরক্ষা সবার আগে।’
দেশের পরিস্থিতি অনুকূলে না থাকলেও এই সিরিজটি আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ ছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (এসএসি)। অস্ট্রেলিয়ার সাথে আলোচনা করেই সূচি নির্ধারণ করা হয়।
সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফোলেসি মোসেকি বলেন, ‘আমাদের এতো চেষ্টার পরও অস্ট্রেলিয়া সিরিজটি স্থগিত করে দিলো। সেটা খুবই দুঃখজনক। এসব কারণেই খেলুড়ে দেশগুলোর মধ্যকার ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়।’
প্রোটিয়াদের অভিযোগের উত্তর দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের দাবি, ‘তারা (এসএসি) তাদের অবস্থান খুবই স্পষ্ট করে বলেছে। তবে আমরাও যথাসম্ভব চেষ্টা করেছি। আমাদের মেডিকেল টিমের সাথে আলোচনা করেছি। খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষাকে সবার আগে প্রাধান্য দিয়েছি।’
TAG : Australia tour of South Africa, Corona
KEYWORDS : Australia tour of So
This News Related By : South Africa.