
Rana Sikder
CrickBangla Reporter
ওয়াহাব রিয়াজকে ওভারটেক করতে গিয়ে বড় দুর্ঘটনার শিকার শোয়েব মালিক
11 January 2021 , 07:45 PM
পাকিস্তান সুপার লীগ (পিএসএল)-এর প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন শোয়েব মালিক। রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে মালিকের গাড়ির সামনের অংশ। তবে তিনি বড় কোনো আঘাত পাননি।
ঘটনা রোববার রাতের। লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে হচ্ছিল পিএসএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। পেশোয়ার জালমির খেলোয়াড় হিসেবে ড্রাফটে উপস্থিত ছিলেন শোয়েব মালিক। ড্রাফট শেষ করে হোটেলে ফেরার সময় পড়েন দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনায় দায় ছিল মালিকেরই।
পাকিস্তানি টেলিভিশন চ্যানেল সামা টিভির প্রতিবেদন মোতাবেক, হাই পারফরম্যান্স সেন্টার থেকে বেরিয়ে নিজের স্পোর্টস কারে করে হোটেলে ফিরছিলেন শোয়েব। তখন সতীর্থ খেলোয়াড় ওয়াহাব রিয়াজের গাড়িকে ওভারটেক করার চেষ্টা করেন তিনি।
এসময় রাস্তার পাশে রেস্তোরার সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের অংশে ধাক্কা লাগে শোয়েবের গাড়ির। ফলে দুমড়ে-মুচড়ে গেছে তার গাড়ির সামনের অংশ। ট্রাকটির কোনো ক্ষতি হয়নি। বড় ধরনের কোনো আঘাত না পাওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শোয়েবের দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন, গাড়ির মধ্যে শোয়েব মালিকই বসা ছিলেন। তিনি বের হওয়ার পর সেখানে উপস্থিত মানুষরা ভিডিও করার চেষ্টা করেন। তবে সেটিতে বাধা দেন মালিক।
TAG : Shoaib Malik, Wahab Riaz, Accident
KEYWORDS : Shoaib Malik, Wahab
This News Related By : Pakistan.